বান্দরবান সদরের দুর্গম চার পাড়ায় সুপেয় পানি সরবরাহ করলো উপজেলা প্রশাসন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২০ মার্চ, ২০২৪ ১:৪৬ : পূর্বাহ্ণ 182 Views

বান্দরবান সদর উপজেলায় পাহাড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট।এ নিয়ে সংবাদ পত্র গুলো তে প্রকাশিত হয়েছে খবর।এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি বান্দরবান সদর উপজেলা প্রশাসনের নজরে আসে।পরে খবরে প্রকাশিত এলাকাগুলো চিহ্নিত করে সুপেয় পানি বিতরন এর উদ্যোগ নেয়া হয়।এরই অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলা এর সুয়ালক এবং টংকাবতী ইউনিয়নের গেৎশিমানি পাড়া,বেথেনী পাড়া,লাইমী পাড়া এবং শ্যারনপাড়া এর গ্রামবাসীর মাঝে তাৎক্ষণিক সিদ্ধান্তে ৪০০ লিটার সুপেয় পানি বিতরন করেছে বান্দরবান সদর উপজেলা প্রশাসন।বিভিন্ন সুত্রে স্থানীয়দের সুপেয় পানির তীব্র সংকটের কথা জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা এর সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে এসব এলাকায় বসবাসরত পাড়াবাসীর মাঝে এই সুপেয় পানি সরবরাহ করা হয়।মঙ্গলবার (১৯ মার্চ) এসব এলাকায় সুপেয় পানি সরবরাহ করা হয়।বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা এর উপস্থিতিতে পাড়া গুলোতে সুপেয় পানি সরবরাহ করা হয়।সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম এসময় উপস্থিত ছিলেন।এবিষয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম জানান,সুপেয় পানি সংকট নিরসনে এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।এদিকে এসব এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারন এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে স্থায়ীভাবে সুপেয় পানি সংকট নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবী জানিয়েছেন।এসব পাড়ায় বসবাসরত জনসাধারন সাময়িকভাবে সুপেয় পানি সরবরাহ করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!