

বান্দরবান অফিসঃ-গতকাল সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাব হল মিলনায়তনে পরিবার পরিকল্পনা ফিল্ড সার্ভিসেস ডেলিভারি বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: অংসালুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিথ ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অতিরিক্ত সচিব প্রনাব কুমার নিয়োগী।এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের যুগ্ন সচিব মুহাম্মদ নুরুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী,সিভিল সার্জন ডা:অংসুই প্রু মারমা,বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি জনাব আমিনুল ইসলাম বাচ্চু,এটিএন নিউজের বান্দরবান জেলা প্রতিনিধি জনাব মিনারুল হক সহ আরো অনেকে।অনুষ্টানে অতিথিরা পরিবার পরিকল্পনা বিভাগের নানা কর্মকান্ড সকলের মাঝে তুলে ধরেন এবং মাঠ পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমের লক্ষ্যমাএা অর্জনে জবাবদিহিতা মুলক ব্যবস্থ্য গড়ে তুলার পরামর্শ প্রদান করেন।তারা বলেন ধনী দরিদ্র সকলকে দক্ষ সেবা প্রদান করে প্রসবকালীন সময়ে মৃত্যুর হার কমিয়ে আনতে হবে তাহলে পরিবার পরিকল্পনা বিভাগের প্রতি সকলের আস্থা ও বিশ্বাস বেড়ে যাবে যার ফলে সকলে সুন্দর সুস্থ জীবন গঠনে পরিবার পরিকল্পনার প্রতি আস্থাশীল হবে। পরিবার পরিকল্পনা বিভাগের পাশা পাশি সকল স¦াস্থ্য বিভাগের সকলের আন্তরিক সহযোগীতা পাশে থাকলে খুব দ্রুত উন্নত সেবা প্রদান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব বলে আশাবাদ ব্যাক্ত করেন ।