

বান্দরবান জেলা শহরের প্রানকেন্দ্রে এন.আর.বিসি বান্দরবান শাখার উদ্বোধন করা হয়েছে।বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর ফিতা কেটে নতুন এই শাখার উদ্বোধন করেন।রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সদরের ডিসি বাংলো রোডে এন.আর.বিসি কমার্শিয়াল ব্যাংকটির বান্দরবান শাখার উদ্বোধন করা হয়।পরে ব্যাংকটির বান্দরবান শাখা ব্যবস্থাপক নওশাদ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সৌরভ দাশ শেখর।উদ্বোধনী অনুষ্ঠানে আগ্রাবাদের এন.আর.বিসি শাখা ব্যবস্থাপক প্রদ্যুৎ বিকাশ চৌধুরী,জুবলী রোড শাখার ব্যবস্থাপক সুজন দাশ গুপ্ত সহ সর্বসাধারণ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে এন আরবিসি কমার্শিয়াল ব্যাংক বান্দরবান শাখা ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা।আলোচনা সভায় শাখাটির উদ্বোধক সৌরভ দাশ শেখর বলেন,বান্দরবান জেলা শহরে বসবাসরত বিপুল জনগোষ্ঠীর আস্থা ও বিশ্বাসের প্রতি সম্মান রেখে ব্যাংকটি আর্থিক কার্যক্রম পরিচালিত করবে এমনটাই বিশ্বাস করি।আ্জকের এই প্রতিযোগিতার বাজারে গ্রাহক সন্তুষ্টি কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এন.আর.বিসি বান্দরবান শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে বহুদুর এগিয়ে যাক এটাই একমাত্র প্রত্যাশা।