দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ অং চ মং


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৩০ জুন, ২০২২ ১:১১ : পূর্বাহ্ণ 416 Views

বান্দরবান সদর উপজেলার তিনটি উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে দুর্নীতি দমন কমিশন এর পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি অংচ মং এর নেতৃত্বে চার সদস্যের একটি দল সুয়ালক উচ্চ বিদ্যালয়, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় এবং গোয়ালিয়াখোলা এসইডিসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

তিনটি প্রতিষ্ঠানেই দুর্নীতির কুফল সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিঃ অং চ মং মারমা।শিক্ষা উপকরণ বিতরণকালে পৃথক তিনটি আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হয় বান্দরবান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।এসময় প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে একটি ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিঃ অং চ মং।ফেসবুক বার্তায় তিনি বলেন, রাষ্ট্র কে দুর্নীতিমুক্ত করার লক্ষ্য নিয়েই সেচ্ছাসেবী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটি দেশজুড়ে কাজ করে যাচ্ছে।এরই অংশ হিসেবে বান্দরবান জেলা কে দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করতে বান্দরবানেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

দুর্নীতি বন্ধ করতে হলে দুর্নীতি দমন কমিশন কে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।যাতে এর কার্যক্রমগুলো আরও জোরদার করা যায়।বিদ্যমান জনবল সংকটের কথা উল্লেখ করে দীর্ঘদিন ধরে বান্দরবান জেলায় নানাবিধ সামাজিক কার্যক্রম এর নেতৃত্বে দেয়া মি.অংচ মং মারমা আরও বলেন,দুর্নীতি দমন কমিশন এর ধীরগ‌তির কার্যক্রম দেখে গভীরভাবে পরিলক্ষিত হচ্ছে দুর্নীতিবাজরা এখনও পর্যন্ত কমিশনের প্রতি ভীত নয়।অথচ এই সব দুর্নীতিবাজ লোকজন ইতোমধ্যে দুর্নীতি করে শত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।তাঁরাতো খোশমেজাজ নিয়ে স্থাবর ও অস্থাবর সম্পদ আরাম-আয়েশ করে ভোগ করে যাচ্ছেন।

সুতরাং এদের সম্পদের হিসাব খোঁজে বের দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা জরুরী।অন্যথায় দুর্নীতি কমার পরিবর্তে দুর্নীতি আরও বেড়ে যাবে।আমরা যারা সততার সাথে কাজ করে যাচ্ছি তাঁদের শ্রম বৃথা হয়ে যাবে এমনটাই আশংকা জানিয়েছেন প্রবীণ এই সমাজসেবক মিঃ অং চ মং।

এদিকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন এর ডাক দিয়েছেন একাধারে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মিঃ অং চ মং।পৃথক আরেকটি ফেসবুক বার্তায়,সমাজের এই মাদক অভিশাপকে কঠিনভাবে প্রতিহত করতে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর