জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে বান্দরবান জেলায় নানা কর্মসূচির অংশ হিসেবে সরকারি শিশু পরিবারে পুষ্টি বার্তা প্রচার ও বিশেষ ইফতার অনুষ্ঠিত হয়েছে।সঠিক পুষ্টিতে সুস্থ জীবন এই প্রতিপাদ্য নিয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজন এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটি বান্দরবানের উদ্যোগে বুধবার (২৭ এপ্রিল) বিকেলে সরকারি শিশু পরিবার চত্বরে অনুষ্ঠিত হয়।ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের সিভিল সার্জন ডা.নীহার রঞ্জন নন্দী।এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সিভিল সার্জন বলেন,রোগমুক্ত জীবন নিয়ে বেঁচে থাকতে হলে শরীরে পুষ্টির চাহিদা মিটাতে হবে। শরীরে পুষ্টি থাকলে তবেই থাকা যাবে রোগমুক্ত।তিনি বলেন, বাংলাদেশে এক সময়ে পুষ্টিহীন শিশু,নারী ও পুরুষ দেখা গেলেও বর্তমানে তা হ্রাস পেয়েছে।কেননা বর্তমানে মানুষ অনেক সচেতন,তাই এ সমস্যা কমে এসেছে।সিভিল সার্জন আরও বলেন,অনেকে মনে করেন,পুষ্টি পেতে হলে ভাল এবং দামি খাবার খেতে হবে।কিন্তু আমি বলি দামি খাবার নয়,পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে।যেমন পেয়ারা,আম, কাঁঠাল,লিচু খাওয়া যেতে পারে।এছাড়া সবুজ শাক-সবজি এবং ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন তথা পুষ্টি রয়েছে।এসময় বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’র পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল,সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক সত্যজিত মজুমদার মানু,প্রধান শিক্ষক রহিম ত্রিপুরা,সহকারী শিক্ষক তুষার চাক উপস্থিত ছিলেন।সমাজসেবা অধিদপ্তর এর উপপরিচালক মিল্টন মুহুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বক্সিং ক্লাবের পরিচালক (ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন) লুৎফুর রহমান (উজ্জ্বল)।এসময় শিশু পরিবারের ৭৩জন নিবাসীকে উন্নতমানের পুষ্টি সম্বলিত খাবার বিতরণ করা হয়।