

মোহাম্মদ আলী (জেলা প্রতিনিধি) বান্দরবানঃ-বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি) এসোসিয়েশন কেন্দ্রীয় দাবী আদায় বাস্তবায়ণ কমিটি কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৩ ও ২৪ জানুয়ারী ২০১৮ স্ব স্ব সিভিল সার্জন কার্যলয়ে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অবস্থান এবং সিভিল সার্জন,জেলা প্রশাসক এবং জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বারক লিপি প্রদান।তারই অংশ হিসাবে বান্দরবান সদর উপজেলা কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন বান্দরবান জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে মঙ্গল ও বুধবার ৯টা থেকে ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচী, এবং জেলা প্রশাসক এবং জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বারক লিপি প্রদান কর্মসূচী পালণ করে।বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন বান্দরবান সদর উপজেলা শাখার সভাপতি বেলক কুমার তংচঙ্গ্যা এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাচিংনু মার্মা,(সিএইচসিপি) এসোসিয়েশন বান্দরবান সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উচসিং মার্মা কোষাদক্ষ শান্তা দাশ,এসোসিয়েশনের সদস্য আবু সে মার্মা,সদস্য হ্লানুমং মার্মা,সদস্য চিংমেউ মার্মা,সদস্য উমায়ই মার্মা,সদস্য মিলি মার্মা সহ সদর উপজেলার কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার ১৯ জন অবস্থান কর্মসূচি ও অন্যান্য কর্মসূচীগুলো পালণ করে।বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচীর মধ্যে রয়েছে ২৫,ও ২৬ জানুয়ারী-২০১৮ ইং কর্মবিরতি চলবে এবং এর মধ্যে সরকার ও অধিদপ্তর থেকে চাকুরী রাজস্ব করণের ঘোষনা না আসলে ২৭ থেকে ৩১ জানুয়ারী ২০১৮ ইং পর্যন্ত জাতীয় প্রেসক্লাব ঢাকায় লাগাতার অবস্থান কর্মসূচী চলবে,এরপরও যদি দাবী বাস্তবায়ন না করলে ০১ ফ্রেব্রুয়ারী-১৮ ইং থেকে রাজস্ব করণের এক দফা দাবীতে বাস্তবায়ণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন শুরু করা হবে।উল্লেখ্য যে গত ২০ জানুয়ারী- ২০১৮ইং থেকে উপজেলা মাসিক স¤œয় সভা সহ সকল ধরনের অনলাইন ও হার্ডকপি রিপোর্ট বন্ধ রয়েছে।