

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-‘স্বাক্ষরতা অর্জন করি,ডিজিটাল বিশ্ব গড়ি’এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যাগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।র্যালীতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্টানের কর্মকর্তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে অংশ নেয়।পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিটন বড়–য়া,নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমীন আক্তারসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন,শিক্ষার কোন বিকল্প নেই,আজকের শিশু আগামী দিনের ভবিষৎ,তাই শিশু থেকে শুরু করে বৃদ্ব পর্যন্ত সকলের স্বাক্ষরতার প্রয়োজন অনস্বীকার্য।এসময় বক্তারা আরো বলেন,বর্তমান সরকার জনগনের উন্নয়নের জন্য নানা ধরণের কর্মকান্ড পরিচালনা করছে,পাশাপাশি সকলের জন্য শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।