সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চল রক্ষার উদ্যোগ


প্রকাশের সময় :৫ জানুয়ারি, ২০১৮ ১২:৪৪ : পূর্বাহ্ণ 760 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চল রক্ষায় সেখান থেকে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
সংরক্ষিত বনাঞ্চল ও এর আশেপাশে বসবাসকারী ৪৭৬ পরিবারকে সেখান থেকে সরিয়ে তাদের পুর্নবাসন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এস এ হামিদুল হক।
গতকাল বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আশ্রয়ন প্রকল্প বিষয়ক এক বৈঠকে তিনি একথা জানান।জেলা প্রশাসক দিলীপ কুমার বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম,এনডিসি নুরে জান্নাত রুমী,বান্দরবানের ৭ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,থানছি উপজেলার উপজেলা চেয়ারম্যান প্রমুখ।
বৈঠকে জানানো হয়,দেশের সর্ববৃহৎ সংরক্ষিত বনাঞ্চল বান্দরবানের থানছি উপজেলার সাঙ্গুতে বর্তমানে ২৬৩টি পরিবার বসবাস করছে।এর বাইরে বনাঞ্চলের আশেপাশে রয়েছে আরো ২১৩ পরিবার।নিয়ম ভেঙে বসবাসে বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হওয়ায় ৪৭৬টি পরিবারকে পার্শ্ববর্তী রেমাক্রী ইউনিয়নের সিঙ্গাফা মৌজায় পুর্নবাসন করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান,সরকারের পুর্নবাস প্রকল্প বাস্তবায়নে এ অঞ্চলের মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর