রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তানঃ ইয়াছমিন পারভীন তিবরীজি


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১৭ ডিসেম্বর, ২০২১ ১২:৪৬ : পূর্বাহ্ণ 450 Views

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বান্দরবান জেলা স্টেডিয়াম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার (বিপিএম),সিভিল সার্জন ও উপপরিচালক ডা.অংশৈ প্রু।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আফরিন মুস্তাফা,বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের বীরত্বগাথা এদেশের সকল তরুণ-তরুনী এবং নতুন প্রজন্মের প্রতিটি সদস্যের গভীর মননে অটুট থাকবে এমনটাই তিনি আশাবাদ ব্যাক্ত করেন।এসময় অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাদের সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে বান্দরবানের ইতিহাস ও ঐতিহ্য ধারণকারী দৃষ্টিনন্দন ক্যালেন্ডার,প্রত্যেককে একটি করে শাল ও প্রাইজবন্ড প্রদান করা হয়।এদিকে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।স্থানীয় সরকার বান্দরবান পার্বত্য জেলার উপপরিচালক (উপসচিব) মো.লুৎফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সরওয়ার মোর্শেদ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.অংশৈ প্রু মার্মা।সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে বিজয়ী উপহার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!