শিরোনাম: শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তিতে রক্তদান কর্মসূচি আয়োজন দ্রুত পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাতিলের দাবি জানালো পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বিতর্কিত শিক্ষা কর্মকর্তা কে বান্দরবানে বদলিঃ প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বান্দরবান জেলাজুড়ে চলছে বিশেষ প্রার্থনা শান্তি-শৃঙ্খলা সুদৃঢ় রাখতে আন্তরিক সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার আবদুর রহমান রাঙ্গামাটিতে পিসিএনপির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত বান্দরবানে ৬৪ মেধাবী শিক্ষার্থী “পৌর প্রতিভা” উপাধিতে ভূষিত সংকটাপন্ন খালেদা জিয়ার শারীরিক অবস্থাঃ বিএনপি নেতাকর্মীদের উদ্বেগ

বান্দরবানে ৯৯৯ হেল্পডেক্স সেবা নিশ্চিত করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত


প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০১৭ ১০:১৩ : অপরাহ্ণ 1674 Views

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-জাতীয় পর্যায়ে সর্বস্তরের জনগনের জন্য মোবাইল ফোনভিত্তিক হেল্পডেক্স সেবা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো:মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হারুন-অর-রশীদ।এসময় সেমিনারে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী,ডেপুটি সিভিল সার্জন ডা: অং সুই প্রু,জেলা প্রশাসনের সহকারী কমিশনার রেনু দাস,আলী নুর,মো:আজিজুর রহমান,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রফিকউল্লাহসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্ধরা। সভায় বক্তারা জানান,৯৯৯ জরুরি সেবা হচ্ছে,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি উদ্যোগ।যে কোন মোবাইল থেকে এই নম্বরে সম্পূর্ণ টোল ফি কল করে বাংলাদেশের নাগরিকেরা ফায়ার সার্ভিস,পুলিশ সাহায্য ও এম্বুলেন্স সেবা পাবেন।এই নম্বরে কল করে জনগন বিভিন্ন সেবা পাবেন।এসময় আয়োজকেরা জানান,এই পর্যন্ত বাংলাদেশে প্রায় ১৪ লক্ষ জনসাধারণ এই ৯৯৯ নম্বরে ফোন করে জরুরী সেবা পেয়েছে এবং আগামীতে ও এই সেবার মান আরো বাড়ানো হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর