শিরোনাম: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত বান্দরবান জেলা আ.লীগ সেক্রেটারি লক্ষ্মীপদ দাশ কারাগারে সুয়ালক হাফেজিয়া এতিমখানা এর শিক্ষার্থীদের সম্মানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সূর্যমুখী শিশু কিশোর সংগঠন ও যুব উন্নয়ন ফোরাম এর উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়লো বান্দরবান সেনা জোন ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতবাড়িঃ তাৎক্ষণিক ছুটে গেলেন জেলা প্রশাসক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে রোয়াংছড়িতে আলোচনা সভা

বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন


বান্দরবান অফিস প্রকাশের সময় :১২ জুলাই, ২০১৯ ১১:২৫ : অপরাহ্ণ 677 Views

প্রতি বছরের ন্যায় এবারও বান্দরবানে সপ্তাহ ব্যাপী বনজ,ভেষজ ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। “শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ-পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টিসম্মত খাবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে সপ্তাহ ব্যাপী বনজ,ভেষজ ও ফলদ বৃক্ষমেলা’২০১৯ ও বৃক্ষ রোপন কর্মসুচি শুরু হলো।আজ শুক্রবার (১২ জুলাই) সপ্তাহ ব্যাপী এই বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক মোঃদাউদুল ইসলাম।মেলার অনুষ্ঠানিক কার্যক্রমের শুরুতে বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন চত্বরে আয়োজিত বৃক্ষমেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।র‌্যালী শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবানের জেলা প্রশাসক মোঃদাউদুল ইসলাম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন।পরে বৃক্ষ রোপনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মোঃদাউদুল ইসলাম।বান্দরবান এর বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাশের সভাপতিত্বে আয়োজিত র‌্যালী পরবর্তী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল হক,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃশামীম হোসেন,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃওমর ফারুক।আলোচনা সভায় প্রধান অতিথি বান্দরবানের জেলা প্রশাসক মোঃদাউদুল ইসলাম বলেন,বান্দরবান হলো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি।যে কারনে প্রতি বছর হাজার হাজার দেশী বিদেশী পর্যটক বান্দরবানের এই অপরুপ সৌন্দর্য উপভোগ করতে দেশ-বিদেশ থেকে বান্দরবানে ছুটে আসে।বান্দরবানের সৌন্দর্য বৃদ্ধিতে বান্দরবান বন বিভাগ বিভিন্নভাবে সহায়তা করে আসছে।কিছুদিন আগে বান্দরবানে প্রধান সড়কের দুই পাশে বান্দরবান বন বিভাগের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নেয়া হয়েছে।তাদের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি।সকলের সাহায্য সহযোগিতা ও অন্তরিকতা পাশে থাকলে বন বিভাগ বান্দরবানের সৌন্দর্য বৃদ্ধিতে আরো বেশি কার্যকর ভুমিকায় অবতীর্ণ হতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।আলোচনা সভার প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃদাউদুল ইসলাম বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন।এসময় তিনি বলেন,বৃক্ষ আমাদের মানবজাতির জন্য অমূল্য সম্পদ।নির্মল পরিবেশ নিশ্চিতকরণ এবং ঝড়-জলোচ্ছ্বাস থেকে জানমাল রক্ষায় বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।গাছ বাতাস থেকে ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং আমাদের বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় অক্সিজেন নিঃসরণ করে।তাই আমাদের নিজেদের অস্তিত্বের প্রয়োজনে অগ্রাধিকার ভিত্তিতে বন রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং বেশি বেশি করে বৃক্ষ রোপন করতে হবে।আলোচনা সভার সভাপতি বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাশ বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে।আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কে নিরাপদ এবং নির্মল একটি বাসযোগ্য পরিবেশ উপহার দিতে হলে বৃক্ষ রোপন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামাজিক কর্মকান্ডের অবিচ্ছেদ্য অংশ।জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে।পার্বত্য এলাকার জীব বৈচিত্র রক্ষার্থে বৃক্ষ রোপন করে বনায়ন বৃদ্ধি করতে হবে।এসময় পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকন সহ জেলা প্রশাসন,বন বিভাগ,কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং ফার্ণিচার ও কাঠ ব্যবসায়ী সমিতির বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে বৃক্ষ রোপন করেন এবং বৃক্ষ মেলায় আগত স্টল গুলো পরিদর্শন করেন।এবারের মেলায় বান্দরবান বন বিভাগ,কৃষি সম্প্রসারণ বিভাগ,আলোচিত বিন্দু নার্সারীসহ সরকারী-বেসরকারী ১৩ টিরও বেশি স্টল অংশ নিয়েছে।প্রতিটি স্টলে নানা রকম বনজ ভেষজ ও ফলদ বৃক্ষ রয়েছে।তবে ভারি বর্ষন ও বন্যার কারনে মেলায় লোক সমাগম ছিলো নগন্য।আগামী ১৮ জুলাই সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলা শেষ হবার কথা রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!