

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-বান্দরবানে ইফার উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ে পশিক্ষণ প্রাপ্ত ইমামদের মধ্যে শ্রেষ্ঠ ইমাম বাছাই উপলক্ষে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে হয়েছে।২২ মে সোমবার সকাল ১১টায় বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুশিল সুপার মোঃইয়াছিন আরাফাত,বান্দরবান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, বান্দরবান ইমাম কল্যাণ সমিতির সভাপতি ও থানা জামে মসজিদের সম্মানিত খতিব ক্বারী মাওলানা নুরুল আমিন,বান্দরবান জেলা উলামালীগের সভাপতি ও লাল মোহন বাগান এলাকা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোঃ ইউসূছ মূনিরী,বান্দরবান প্যারিস প্যারাডাইস প্রকল্প পরিচালক শেখ সালাহ উদ্দিন দিনার। সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান ইফার ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলম সজিব।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইফা ফিল্ড সুপারভাইজার আলহাজ্ব মাওলানা আবু তালেবর মঈনী।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বান্দরবান ইফার সিনিয়র অফিসার মাহফুর রহমান,ইফার মডেল কেয়ার টেকার আব্দুল আলিমসহ অন্যা কেয়ারটেকারগণ ও বান্দরবান জেলার বিভিন্ন মসজিদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমামবৃন্দ। সম্মেলনে বক্তারা বলেন,ইসলাম শান্তির ধর্ম,ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা,যারা ইসলামের নাম দিয়ে সারা বিশ্বে সন্ত্রাসবাদ জঙ্গীবাদে লিপ্ত তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না,প্রকৃত পক্ষে তারা ইসলামের শত্রæ,তাই আমাদের সকলকে ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করে তা সাধারণ মানুষের মাঝে আরো বেশী বেশী প্রচার করে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন।বর্তমান সরকার ইমাম-মুয়াজ্জিমদের প্রতি আন্তরিক,সরকার তাদের জন্য বিনা সুদে ঋণ গ্রহনের সুযোগ দিচ্ছে।আপনারা ঋনের টাকা দিয়ে উন্নয়নমূলক কাজ করবেন।এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন,আপনারা সন্ত্রাস জঙ্গিবাদ মুকাবেলায় আরো সচেতন হবেন।পরিশেষে দেশ ও জাতির কল্যানে দোয়া চেয়ে মুনাজাত করা হয়।