বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২১ ১:০৮ : অপরাহ্ণ 246 Views

বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২১ উদযাপন করা হয়েছে।বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে “আপনার অধিকার, আপনার দায়িত্ব: দুর্নীতিকে না বলুন”- এই প্রতিপাদ‍্য সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায়,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান পার্বত‍্য জেলার আয়োজনে ও দুর্নীতি প্রতিরোধ কমিটি বান্দরবান জেলার আহবায়ক জনাব অং চ মং মার্মার সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচীর মাধ‍্যমে দিবসটি পালন করা হয়েছে।বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ে আজ সকালে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন,একটি বর্ণাঢ্য র‍্যালী,বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে মানববন্ধন ও জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ছাদেক,সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজী (পি‌পিএম),সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর,দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপপরিচালক জনাব রতন কুমার দাস।এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মিল্টন মুহুরী,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী সহ বান্দরবান জেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি তে অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!