

মোহাম্মদ আলী বান্দরবান প্রতিনিধি:-বান্দরবান পার্বত্য জেলায় অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটার হওয়া রোধ কল্পে জেলার ৭টি উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ভোটার তালিকা আইন,স্থানীয় সরকার আইন অনুযায়ী তাঁদের দায়িত্ব কর্তব্য সর্ম্পকে সচেতনতা সৃষ্টির লক্ষে সোমবার সকাল সাড়ে ১১টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো:শফিউল আলম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক।এই সময় আরো উপস্থিত ছিলেন,বান্দরবান সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার এস এম শাহাদত হোসেন,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবানের সকল উপজেলার নির্বাচন অফিসারগন,লামা পৌরসভার মেয়র মোঃজহির উদ্দীন,আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,লামার উপজেলা চেয়ারম্যান থোয়াইনু র্মাম্,ারুমার উপজেলা চেয়ারম্যান অংথোয়াচিং,থানছি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মার্মা,নাইক্ষংছড়ি সদর ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান তসলিম ইকবাল,সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উক্যানু মারমা,রেইচা ইউপি চেয়ারম্যান সা শৈ প্রু সাবু,কুহালং ইউপি চেয়ারম্যান সানা প্রু মারমা,সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যনু মারমা এর প্রতিনিধি কাইচতলী ২নং ওয়ার্ড সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান মোঃজসিম উদ্দীন (মেম্বার),সহ অন্যান্য উইনিয়নের চেয়াম্যান উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,দেশের আইন শৃঙ্খলা রোধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে কোন রোগিঙ্গা যাতে অবোধভাবে ভোটার হতে না পারে সেদিকে সকলকে সর্তক থাকতে হবে। আর এই জন্য প্রশাসনকে সহযোগীতা করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সকলে আহব্বান জানান হয়।