এই মাত্র পাওয়া :

শিরোনাম: রেইচা চেক পোস্টের সেনা তল্লাশিতে মিললো অনুমোদনহীন বিপুল আসবাবপত্র বান্দরবানে চলাচলের সড়ক নির্মাণে বাঁধা প্রদানসহ চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন জেলা শহরে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ জনকে জরিমানা করলো মোবাইল কোর্ট বান্দরবানে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত গভীর রাতে আগুনে বলিবাজারের অন্তত ১৩ দোকান আগুনে পুড়ে ছাই রেইচা সেনা চেকপোস্টে রোহিঙ্গা নারীসহ ভুয়া এনজিও কর্মী আটক বান্দরবানে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারনা অভিযান হেডম্যান নুরুল হক এর শারীরিক খোঁজখবর নিতে ছুটে গেলেন জেলা বিএনপি আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী

বান্দরবানের জেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :১৩ আগস্ট, ২০১৮ ১১:০০ : অপরাহ্ণ 811 Views

মোহাম্মদ আলীঃ-বান্দরবানে জেলার সকল বিভাগের কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ সমাজের সুধিজনদের নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবানে জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভাটির আয়োজন করা হয়। বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ দাউদুল ইসলাম এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলী হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মুফিদুল আলম, বান্দরবান এন এস আই উপ-পরিচালক মোঃ শাহাজাহান, বান্দরবান বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ান এর উপ-অধিনায়ক,বান্দরবনের সিভিল সার্জন ডা: অং শৈ প্রু মারমা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ,বান্দরবান পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম,লামা উপজেলা থোয়ানু মং।সভায় বান্দরবান জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ এবং সন্ত্রাস,চাঁদাবাজি,টেন্ডারবাজি বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সকল সংস্থার তৎপরতা অব্যাহত রাখার বিষয়ে পুলিশ সুপারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতিনধিগণকে অনুরোধ করেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ এর নির্দেশনা মোতাবেক বান্দরবান পার্বত্য জেলায় শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বজায় রাখা,নারীদের নিরাপত্তা বিধানের যে কোন ধরনের সহিংস ঘটনা রোধে শান্তি বিনষ্টকারী ব্যক্তি/দল/গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইন-ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা,পৌরসভা,ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে গঠিত সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা নিয়মিতি অনুষ্ঠিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকরাখতে প্রয়োজনবোধে আগাম ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়।দেশের নিরাপত্তার স্বার্থে রিজার্ভ ফরেস্ট পোয়ামুহুরীসহ সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক অনুমোদিত বিওপিগুলো স্থাপনে সহযোগিতা করার জন্য বিভাগীয় বন কর্মকর্তা,লামা বন বিভাগকে পুনরায় অনুরোধ করা হল। বান্দরবান বিদ্যুৎ বিভ্রাটও লোডসেডিং সহনীয় পর্যায়ে আনা এবং পৌর পানি শোধনাগারে ডাবল পাসে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে যথাযত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হল।বন্যায় নষ্ট হয়ে যাওয়া রাজঘাট এবং ব্রীজসমুহ সংস্কার নির্মান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে।এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বান্দরবান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃনোমান হোসেন,এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আবু তালেব,জেলা মহিলা বিষয়ক কর্মকতা সুস্মিতা খীসা,বান্দরবান বন রেঞ্জ কর্মকতা ব্রজ গোপাল সাহা,লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে জান্নাত রুমি,নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাদিয়া আফরিন কচি,বান্দরবান সরকারী কলেজের ইতিহাসের প্রভাষক সহ অন্যন্য উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ,বান্দরবান ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক পক্ষে মোঃজাহাঙ্গীর আলম সবুজ,বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোঃহাসান আলী,বান্দরবান কৃহালং ইউপি মেম্বার মোঃ আয়ুব আলী,বান্দরবান মুদি দোকান কল্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজু দাশসহ অন্যন্য বিভাগের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক জেলা আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভার সমাপ্তি করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!