বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৩০ জুন, ২০২৪ ৭:৩১ : অপরাহ্ণ 244 Views

বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩০ জুন) বান্দরবান এর জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন রঙবেরঙের বেলুন উড়িয়ে এই টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষনা করেন।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম উদ্বোধন অনুষ্ঠান এ সভাপতিত্ব করেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর যৌথ আয়োজন এ আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম মীরা,জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকিসহ জেলা ক্রীড়া সংস্থা এর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।ক্রীড়া পরিদপ্তর,যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টে ৮ টি দল অংশগ্রহন করছে।উদ্বোধনী খেলায় বাইশারি উচ্চবিদ্যালয় এন্ড কলেজ দল ১-০ গোল এ রোয়াংছড়ি কলেজ দল কে পরাজিত করে।খেলায় ১৭নং জার্সিধারী এ ক্য হ্লা একমাত্র জয়সূচক গোলটি করেন।

জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন,তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে এমন ক্রীড়া প্রতিযোগিতা অবদান রাখবে।স্কুল-কলেজ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনযোগ বাড়াতে হবে।তাদের কে মাঠমুখী রাখতে পারলে দেশের হারিয়ে যাওয়া ফুটবলের গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।একদিন জাতীয় পর্যায়ে আমাদের এই পার্বত্য বান্দরবানের খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করবে এমনটা প্রত্যাশা জানিয়ে খেলাধুলা কে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!