পাহাড় ধস রোধের করনীয় নিয়ে আলোচনা সভা


প্রকাশের সময় :২৩ মে, ২০১৮ ৮:০০ : পূর্বাহ্ণ 724 Views

সিএইচটি নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলায় পাহাড় ধসের ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে হাজারো পরিবার।এসব ঝুঁকিপূর্ণ বসতির কারণে প্রতিবছর বর্ষার সময় দেখা যায় পাহাড় ধসে ঘটে ব্যাপক প্রাণ হানির ঘটনা।গতকাল মঙ্গলবার (২২ মে) সকাল ১০টায় জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে পাহাড় ধস রোধ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসক মো:আসলাম হোসেনের সভাপত্বিতে পাহাড় ধস রোধ বিষয়ক আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো:আলী হোসেন,জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী নুর খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো:আসলাম হোসেন বলেন,পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারী পরিবার গুলোকে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।এ বর্ষায় আবারো ঘটতে পারে অতীতের মত ব্যাপক প্রাণহানির মর্মান্তিক দূর্ঘটনা।ঝুকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষের যান মালের নিরাপত্তার জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্মাণের ব্যবস্থা নেয়া হচ্ছে।পরবর্তীতে যাতে আর কোন বড় ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আগে থেকে বিভিন্ন প্রচারনার মাধ্যমে জনসাধারণকে সচেতন করার জন্য সকল প্রতিষ্ঠানের পাশা পাশি জেলা তথ্য অফিসকে এ বিষয়ে অবগত করা হয়।নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে নিহত সকল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!