ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় এর শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ঘোষিত অনুদানের ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক কার্যালয়ে অনুদান হিসেবে তিন লাখ টাকার চেকটি হস্তান্তর করা হয়।জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি অনুদান এর চেকটি হস্তান্তর করেন।ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ এর পক্ষে চেকটি গ্রহন করেন বিদ্যালয়টির দাতা সদস্য লুৎফুর রহমান (উজ্জ্বল)।এসময় জেলা প্রশাসক ক্রীড়া প্রকল্পের জন্য তিন মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দের বিষয়টি জানান।তিনি বলেন,প্রকল্পের অনুকুলে প্রাপ্ত অর্থ স্কুল শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করা,তাদের ক্রীড়া চর্চা এবং ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য ব্যয় করতে হবে।এসময় তিনি ক্রীড়া প্রকল্পের আওতায় এক গুচ্ছ ক্রীড়া সামগ্রী ক্রয়ের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন।এছাড়াও পাঠদান অনুমতি জটিলতা দ্রুত নিরসন করা হবে বলেও আশ্বস্ত করেন।
প্রসঙ্গত,৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম গতিশীল,সুন্দর এবং এগিয়ে নিতে ৩ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেন।এরই অংশ হিসেবে ঘোষনার মাত্র দুইদিনের ব্যবধানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি অনুদান হিসেবে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করলেন।এদিকে অনুদান ঘোষনার পর দ্রুত সময়ে অনুদানের চেক প্রদান করায় ভাগ্যকুল-কদুখোলা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ,শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক মহল জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।অভিবাবক মহল বলছেন,ইতিপুর্বে তিনি মানবিক জেলা প্রশাসক হিসেবে দেশজুড়ে সমাদৃত ছিলেন।পশ্চাৎপদ জনপদ ভাগ্যকুল-কদুখোলার মতো প্রত্যন্ত একটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি যেভাবে এগিয়ে আসলেন তা সত্যিই বিরল।