জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ ও আনসার সমাবেশ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২১ ১২:১৮ : অপরাহ্ণ 467 Views

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।এসময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শেখ ছাদেক উপস্থিত ছিলেন।এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা,বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।প্রশিক্ষণে কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত নির্দেশিকা সম্পর্কে অবহিত করার জন্য পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান।এসময় জেলা প্রশাসক বলেন,সরকারি দপ্তরগুলোকে জনবান্ধব করা এবং সেবাপ্রার্থীদের কাঙ্ক্ষিত সেবা যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া নিশ্চিত হয় সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।সভায় আরও জানানো হয় সেবা প্রদান প্রতিশ্রুতি অনুযায়ী কাঙ্ক্ষিত সেবা না পেলে কিংবা সেবা বা পণ্যের মান নিয়ে কেউ অসন্তুষ্ট হলে তারা অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে প্রতিকার পাবেন।এদিকে একইদিন সকালে হিলভিউ কনভেনশন সেন্টারে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জেলা সমাবেশ-২০২১ অনুষ্ঠিত হয়েছে।বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে আয়োজিত জেলা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ) মো.শাহবুদ্দিন (বিএএমএস,পিএএমএস)।এসময় আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!