জমকালো আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র সমাপনী অনুষ্ঠিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২৩ মার্চ, ২০২২ ৬:২৪ : অপরাহ্ণ 340 Views

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র সমাপনী অনুষ্ঠিত হয়েছে।সম্প্রীতির মঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটির সভাপতিত্বে আয়োজিত সমাপনী তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেরিন আখতার (বিপিএম),স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো.লুৎফুর রহমান,সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ্ উদ্দিন চৌধুরী প্রমুখ।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি কতটুকু সমৃদ্ধশালী হলো,কতটুকু সুশাসন প্রতিষ্ঠিত হলো এগুলো জনগনের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই বান্দরবান জেলা প্রশাসন আয়োজিত এই মেলা অনুষ্ঠিত হলো।বান্দরবান জেলা প্রশাসন গভীরভাবে উপলব্ধি করে পার্বত্য বান্দরবানের উন্নয়ন ও সুশাসন এই মেলার মাধ্যমে সাধারণ জনগণ জানতে পেরেছে।দেশের উন্নয়ন এবং অপ্রতিরোধ্য অগ্রযাত্রার সার্বিক চিত্র মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদর্শনীতে উঠে এসেছে।এসময় তিনি আরও বলেন,জাতির পিতার জন্মশতবার্ষিকী,উন্নত রাষ্ট্র ও জাতি গঠন এবং সুরক্ষিত জনস্বাস্থ্য ও উন্নয়ন,টেকসই অভীষ্ট (এসডিজি),মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং,সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা,তথ্য অধিকার,নারী ও শিশুর প্রতি সংহিসতা প্রতিরোধ,গুজব,মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান বলেন,জেলা প্রশাসকের ঐকান্তিক ইচ্ছায় মন্ত্রণালয় ভিত্তিক দপ্তরসমূহের প্রতিটি কার্যক্রম প্রেজেন্টেশন এর মাধ্যমে জনগনের সামনে তুলে ধরতেই জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন।বান্দরবান জেলা প্রশাসন গভীরভাবে উপলব্ধি করে পার্বত্য বান্দরবান তথা সমগ্র বাংলাদেশের উন্নয়ন ও সুশাসনের অনেক অজানা তথ্য এই মেলার মাধ্যমে বান্দরবানের সাধারণ জনগণ জানতে পারলো।এসময় বান্দরবান জেলা পুলিশ, উপপরিচালক,স্থানীয় সরকার,উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নির্বাহী প্রকৌশলী,সড়ক ও জনপথ বিভাগ,গণপূর্ত বিভাগ,ওয়ার্ল্ড ভিশন সহ সরকারি বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য,জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৭ দিন ব্যাপী এ মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও বেসরকারি দপ্তরের ৬০ টি স্টল অংশগ্রহন করেন।মেলায় বিচারক প্যানেলের সিদ্ধান্তক্রমে স্টল প্রদর্শনী তে ১ম স্থান অর্জন করে  উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়,২য় স্থান অর্জন করে জেলা নির্বাচন অফিস এবং ৩য় স্থান অর্জন করে গণপূর্ত বিভাগ,বান্দরবান।এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্বারক ও সনদ পত্র তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!