

বান্দরবান অফিসঃ-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী জেলা প্রশাসকের কাছে স্মারকরিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকালে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাচিং প্রু জেরীর নেতৃত্বে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক’র কাছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কুদ্দুছ,জেলা বিএনপির সেক্রেটারি আজিজুর রহমান,যুগ্ন সম্পাদক মজিবুর রশিদ,জেলা মহিলা দলের সভানেত্রী কাজী নিরুতাজ বেগম,পৌর বিএনপি সভাপতি নাসির চৌধুরী সহ বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।স্মারকলিপি প্রদানের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক সাংসদ সাচিং প্রু জেরী বলেন,বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে।এটি একটি প্রতিহিংসামূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলা শাখা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।এদিকে কর্মসূচী ঘিরে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসক কার্যালয় সহ শহরের গুরুত্তপূর্ণ স্থানে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।