

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান জেলা সদরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।প্রতি বিষয়ে একজন করে পাঁচটি বিষয়ে পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়,কলেজটির রসায়ন বিজ্ঞান,পদার্থ বিজ্ঞান,জীব বিজ্ঞান,গণিত ও আইসিটি বিষয়ে একজন করে মোট পাঁচ জন প্রভাষক নিয়োগ দেওয়া হচ্ছে।আগ্রহী প্রার্থীদেরকে ২৫ জানুয়ারি ২০১৮ সকাল ১০টায় প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনসহ জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত থাকতে বলা হয়েছে।