করোনা প্রতিরোধঃ জেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :২০ জানুয়ারি, ২০২২ ১১:৪১ : অপরাহ্ণ 369 Views

বান্দরবান জেলা শহরে করোনা প্রতিরোধ ও জনসচেতনতা তৈরির অংশ হিসেবে ৩ টি মোবাইল টিমের মাধ্যমে  মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বান্দরবান জেলা প্রশাসন।বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভিন্ন ভিন্ন এলাকায় মোবাইল টিম গুলোর নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.মামুনুর রশীদ,রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা,মো. নাজমুল হাসান।এসময় বান্দরবান জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে বান্দরবান বাসস্ট্যান্ড এলাকা,বাজার এলাকা,বালাঘাটা বাজার সহ ট্রাফিক মোড় এলাকায় এক হাজার মাস্ক বিতরণ করে।পাশাপাশি আইন অমান্য করায় তিনটি মামলা করা হয়।একই সাথে সকলকে সর্বাবস্থায় সামাজিক দূরত্ব রক্ষা করে চলা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান জানানো হয়।জেলা প্রশাসন সুত্র জানিয়েছে, করোনার বিস্তাররোধে বান্দরবান জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।সাধারণ জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নানাভাবে আহবান জানাচ্ছে এবং প্রচারণার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারদের নেতৃত্বে মোবাইল টিম মাঠ পর্যায়ে কাজ করছে।প্রাথমিকভাবে জনসাধারণ কে আইন ও স্বাস্থবিধি মেনে চলার আহবান জানানো হচ্ছে তবে স্বাস্থ্যবিধি না মানলে পরবর্তীতে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন কঠোরভাবে তা বাস্তবায়ন করবে।প্রসংগত,গত মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের (ডিসি) বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ২৪ টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসব নির্দেশনার প্রথম নির্দেশনা ছিলো করোনা ভাইরাসজনিত সংকট মোকাবিলায় সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত নির্দেশনাসমূহ মাঠপর্যায়ে জেলা প্রশাসনকেই প্রতিপালন নিশ্চিত করতে হবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!