

বান্দরবান অফিসঃ-‘বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ,স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে।আজ মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে বর্ণাঢ্য র্যা লি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদে এসে র্যা লি শেষ হয়। এতে বান্দরবানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।পরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বান্দরবান জেলা পরিষদের সদস্য মোস্তফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.কামরুজ্জামান,জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু মারমা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আনিসুর রহমান,জেলা মৎস্য কর্মকর্তা এনায়েত হোসেন চৌধুরী,পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ।এদিকে প্রাণিসম্পাদ সেবা সাপ্তাহ উপলক্ষে বান্দরবানের বিভিন্ন স্কুলে স্কুল ফিডিং,ভিটামিন ও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচি নেয়া হয়েছে।