ইমতিয়াজ রেজা,(নিজস্ব প্রতিবেদক) ঢাকাঃ-ফেসবুকে অভিনব এক প্রতারনার ফাঁদে পরে নাকাল হচ্ছে ঢাকা শহরের উঠতি বয়সী তরুণরা।এবিষয়ে ব্যাপক অনুসন্ধান চালিয়ে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য।মূলত উঠতি বয়সী কিছু নামধারী মডেলরা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কে ব্যাবহার করে এইসব প্রতারণার ফাঁদ গুলো তৈরি করছে এবং এর স্বীকারে পরিণত হচ্ছে তরুণরা।অনুসন্ধানে জানা যায় অর্পি অর্পিতা নামে একটি ফেসবুক আইডি থেকে এক তরুণী ছদ্মবেশে বিভিন্ন সময়ে কিছু ভিডিও আপলোড করে এবং এইসব ভিডিও থেকে সে যৌন উত্তেজক কথাবার্তা বলে।পাশাপাশি তাকে পাওয়ার জন্য একপ্রকার এর আহবান জানিয়ে থাকে ভিডিও বার্তা গুলো তে।এইসব ভিডিও বার্তায় সে তাঁর বিভিন্ন কাজের রেট নির্ধারণ করে দেয়,যেমন ইমুতে সেক্স করার জন্য তাঁর ডিমান্ড দুই হাজার টাকা।আবার সরাসরি শারীরিক সম্পর্কে যেতে চাইলে তাঁর রেট নির্ধারণ করে দেয় ছয় হাজার টাকা।সিএইচটি টাইমস ডটকম এর অনুসন্ধানে জানা যায় সে তাঁর নিজের ফেসবুক আইডি দিয়ে নির্দিষ্ট কাউকে টার্গেট করার পর ইনবক্সে যোগাযোগ করে,বিভিন্ন ভাবে মন ভুলানো কথাবার্তা বলে।মন ভুলানো কথাবার্তায় নির্দিষ্ট তরুণ কে বশে এনে তাঁর নিজের একটি বন্ধ থাকা বিকাশ নাম্বার দিয়ে (01969255231) বিভিন্ন সময় উঠতি বয়সী তরুণদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।এই মোবাইল নাম্বার টি ইমুতে অনিক নামে ইস্যু করা আছে।
তাঁর কথায় বিশ্বাস করে তাঁর দেয়া বিকাশ নাম্বারে টাকা পাঠানোর পর সে ওইসব তরুনদেরকে ফেসবুকে আবার ব্লকও করে দেয়।ব্লক করার আগে সে কিছু কৌশল এর আশ্রয় গ্রহণ করে।কাওকে কাওকে টাকা পাওয়ার সাথে ব্লক করে আবার কোনও কোনও ক্ষেত্রে সুবিধা মতো অর্থ আদায়ের পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।এইভাবে গত ত্রিশ মাসে কমপক্ষে দুই শতাধিক তরুণ যুবকরা তাঁর স্বীকারে পরিণত হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।অনুসন্ধানে আরও জানা যায় এই মডেল নামধারী অর্পি অর্পিতার নেতৃত্বে রয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।যাদের কাজই হলো ফেসবুক কে ব্যাবহার করে নিরীহ তরুণদের স্বীকারে পরিণত করা।কেউ যদি তাঁর এই প্রতারণার প্রতিবাদ করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে সে তাঁর প্রতারক চক্রের পুরুষ সদস্যদের মাধ্যমে হুমকি দেয়ায়।তাঁর হয়ে সেসব তরুণরা প্রতিবাদকারীদের বিভিন্ন ভাবে বিপদে ফেলতে নানা অপকর্ম ঘটায়।অর্পিতা সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় মডেলিং এর আড়ালে সে মূলত দেহ ব্যাবসা এবং ইয়াবা ব্যাবসা পরিচালনা করে,এমনকি সে নিজেও নিয়মিত ইয়াবা সেবন করে থাকে।তাঁর চক্রের নেটওয়ার্ক এতটাই লম্বা এবং শক্তিশালী যে কক্সবাজার থেকে সরাসরি ইয়াবা কিনে বিভিন্ন কৌশলে ঢাকা শহরে নিয়ে আসে।তাছাড়া ফেসবুকে অর্পিতা খোলামেলা ছবি পোষ্ট করে মূলত তরুণদের দৃষ্টি আকর্ষণের জন্য।এই সুযোগে তরুণদের সাথে ফেসবুকের ইনবক্সে কথাবার্তা বলে ইমু সেক্স করার প্রস্তাব দেয় এবং টাকা ছাড়া সে কোনওভাবেই নাম্বার দিতে রাজি হয়না।জানা যায় অর্পিতার রয়েছে একাধিক ভুঁয়া ছদ্মবেশী ফেসবুক আইডি।
যেগুলো মূলত তাঁর সাঙ্গপাঙ্গরাই চালিয়ে থাকে।এই ধরনের প্রতারণার খপ্পরে পড়া একজন ছদ্মনাম (গোলাম কাদের) সিএইচটি টাইমস কে জানান,অল্প কয়দিনের পরিচয়ে অর্পিতা বিভিন্ন অযুহাতে এক লাখ টাকার মতো গ্রহণ করেছে।আমি তাকে বিশ্বাস করেই টাকা দিয়েছিলাম বিনিময়ে আমার চাওয়া পাওয়া সে পুরন করবে বলে কথা দিয়েও টাকা নেয়ার পর থেকে তাকে আর খুজেঁ পাওয়া যাচ্ছে না,আর অর্পি অর্পিতা নামের আইডিটা যে ফেইক ছিলো সেটাও আমি জানতাম না,জানলে হয়তো এমন দুর্ঘটনার মুখোমুখী হতে হতোনা।ফেসবুকে কথা বলে মনে হয়েছিলো ভদ্র ঘরের মেয়ে।বিশ্বাস করেছিলাম তাই বলে এতো বড় ধোকাবাজি!!!এখন তাঁর ব্যাক্তিগত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে।আপনাদের এই রিপোর্ট এর মাধ্যমে তরুণ সমাজের প্রতি আমার একটাই অনুরোধ এই ধরনের প্রতারক চক্র থেকে নিজেদের সবসময় নিরাপদ রাখুন।আমার যা গেছে তা নিয়ে দুঃখ নেই কিন্তু আপনাদের কাওকেই যাতে আর এই অর্পিতা অর্পির প্রতারণার জালে ধরা পরতে না হয় সেবিষয়ে সতর্ক থাকবেন অনুরোধ রইলো।এদিকে অর্পিতা অর্পির মতো ছদ্মবেশী বেশকিছু মহিলাদের ফেসবুক আইডি সিএইচটি টাইমস ডটকম চিহ্নিত করার চেষ্টা করছে।উক্ত বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছেন কোনও ভুক্তভোগী সুনির্দিষ্ট প্রমাণ সহকারে আমাদের দপ্তরে অভিযোগ আকারে জানালে আমরা অবশ্যই তাঁর বিষয় নিয়ে খোঁজ খবর নিব এবং তাকে আইনের মুখোমুখী করার চেষ্টা করবো।এদিকে ফেসবুকে ব্যাপক অনুসন্ধান চালিয়ে তাঁর ছদ্মনামে আরও একটি ফেসবুক আইডির সন্ধান পাওয়া গেছে।যেখানে তাঁর নাম উল্লেখ করেছে সাথী এনজেল (আব্বুর কিউট মেয়ে) হিসেবে উল্লেখ করেছে।উক্ত আইডি তে অর্পি অর্পিতা ওরফে এনজেল সাথী নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রী হিসেবে পরিচয় দিলেও ঢাকা বিশ্ববিদ্যালয় এর ভর্তি কার্যক্রম সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে এই নামের কোনও শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত নাই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।সাথী এনজেল ফেইক আইডি তে সে নিজেকে একজন ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট হিসেবে দাবী করলেও বিএফডিসি কতৃপক্ষ জানিয়েছে এই নামে তাদের রেজিস্টার খাতায় কোনও শিল্পী নিবন্ধিত নাই।সর্বোপরি বলা যায় বিভিন্ন ছদ্মনাম ব্যাবহার করে মূলত টাকা হাতিয়ে নেয়ার কৌশল হিসেবে অর্পি অর্পিতা ছদ্মবেশ ধারন করে ফেসবুক ব্যাবহার করে।
নিয়মিত মাদক (ইয়াবা) সেবনের জন্য তাঁর দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকার প্রয়োজন হয় যা ফেসবুকে নিজেকে ইমু কিংবা অন্য পন্থায় উজার করে দেয়ার প্রলোভন সৃষ্টি করে টাকা হাতিয়ে নেয়।এবিষয়ে তাঁর (অর্পি অর্পিতা ওরফে এনজেল সাথী)’র মোবাইল নাম্বারে যোগাযোগ এর চেষ্টা করা হলেও কোনভাবেই সে তাঁর মোবাইল নাম্বার দিতে অপরাগতা প্রকাশ করে এবং নিউজ প্রতিবেদককে উল্টো হুমকি দিয়ে বলে যা পারস লিখ,তোদের মতো সাংবাদিক কে সাইজ করতে আমার দুই চারটা পুলিশ ক্লায়েন্টই যথেষ্ট।তাঁর এই ঔদ্ধতপূর্ণ কথাবার্তা শুনে সিএইচটি টাইমস ডটকম তাকে নিয়ে আরও কিছু বিস্তারিত তথ্য পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করার জন্য চেষ্টা করছে।যদিও অর্পি অর্পিতা যে একটি ফেইক ফেসবুক আইডি তাতে কোনও সন্দেহের অবকাশ নাই।(চলমান পর্বঃ-১)
ফেসবুকে অভিনব প্রতারনার ফাঁদে উঠতি বয়সী তরুণরা,নেপথ্যে থাকা কে এই অর্পি অর্পিতা???
প্রকাশের সময় :২০ আগস্ট, ২০১৭ ৩:০২ : অপরাহ্ণ

ট্যাগ :
- জি কে শামীমের ‘সহযোগী’ গণপূর্তের ১১ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করবে দুদক
- দেশের মানুষ সুখে-শান্তিতে রয়েছে: আমু
- বছরে ১৪ লাখ বেকারকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- লামায় দুই জয়িতার সংবর্ধনা
- মফস্বল সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী চেয়ারম্যান হলেন-নির্মল বড়ুয়া মিলন
- তৌফিক ও বিডিনিউজের ৫০ কোটি টাকা; ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ
- নানা আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
- বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মেরিন
- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা দিলো আলীকদম সেনা জোন
- মাছ দিয়ে পদ পাওয়া যাচ্ছে সিংড়া বিএনপিতে,কমিটি নিয়ে অসন্তোষ চরমে
- রাঙামাটি জেলা আ.লীগ সা.সম্পাদক হাজী মুছা মাতব্বর এর নামে মৃত্যু পরোয়ানা জারি!
- বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- খালেদা জিয়ার মুক্তির দাবিতে বান্দরবানে বিএনপির সমাবেশ
- বান্দরবান জেলা রেডক্রিসেন্ট সোসাইটির নতুন সেক্রেটারি অমল কান্তি দাশ
- নারী শিক্ষার্থীর অনলাইন ফাঁদে নিঃস্ব হচ্ছে প্রবাসীরা!
- পরকীয়ায় ব্যস্ত খালেদার আইনজীবী,জামিনে নেই মনোযোগ!
- বিএনপিপন্থী আইনজীবীদের আদালত অবমাননা; বিচারের দাবী
- অবশেষে মিথিলা এখন মিসেস রশিদ মুখার্জি
- গণতন্ত্রের মানস কন্যার একটি ইতিহাস ও গণতন্ত্র মুক্তি
- মাস্তানি করে নেতা হবার দিন শেষ: ওবায়দুল কাদের এমপি
- যেকোন সন্ত্রাসী গ্রুপকে দমন করার সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর আছেঃ-(আলীকদম জোন কমান্ডার)
- কেন রিফাতের ঘাতকদের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগ সভাপতি?
- খুলনার সময়ের খবর ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকা সম্পর্কে দেশ ও জাতি জানতে চায়ঃ-(সুমনা হক)
- পার্বত্য বীর বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি’র জন্মদিনে সিএইচটি টাইমস.কম এর পক্ষ থেকে শুভেচ্ছা
- আবারও আঃলীগ নেতা হত্যা,জেলা আঃলীগ সাধারন সম্পাদকের তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ
- বান্দরবানে ডট নাইন ডিজিটাল প্রিন্ট জোনের আনুষ্ঠানিক উদ্বোধন ২৮ এপ্রিল
- চট্টগ্রামে মদ তৈরির কারখানার সন্ধান,তিন ‘কারিগর’ গ্রেফতার
- বান্দরবানে অস্ত্রসহ ১ সন্ত্রাসী আটক করেছে পুলিশ
- জিংক ধান বিষয়ে কৃষকদের মাঝে প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত
- ফেসবুকে অভিনব প্রতারনার ফাঁদে উঠতি বয়সী তরুণরা,নেপথ্যে থাকা কে এই অর্পি অর্পিতা???
- বান্দরবানে ইয়াবা সহ এক নারী মাদক ব্যাবসায়ী আটক
- কারখানায় ভ্রাম্যমাণ আদালতের দেড় লাখ টাকা জরিমানা
- ইসলামী শিক্ষা কেন্দ্র বান্দরবানের বার্ষিক মাহফিল শনিবার
- নারীবাদি জান্নাতুল নাঈম প্রীতি এবং ইমতিয়াজ মাহমুদের গোপন সেক্সচ্যাট ফাঁস…!!!
- বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকারঃ-(মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব)
- লামায় তথ্য গোপন করে বাল্যবিবাহের হিড়িক,জন্মনিবন্ধনে মেয়ের বয়স ১৪,নোটারী পাবলিকের হলফনামায় ১৮
- রুমা’র দুর্গম তিনাপ সাইতার ঝর্ণায় গোসল করতে গিয়ে দুই পর্যটক নিখোঁজ,রাতে উদ্ধার
- বাংলা সিনেমায় কে এই নতুন অশ্লীল নায়িকা???
- জাতীয় দৈনিক কালের কন্ঠের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী
- মিডিয়ার কথিত মডেল অর্পি অর্পিতার গোমর ফাঁস,টাকা হাতিয়ে নিতে ব্যাবহার করছে ফেসবুক…!!!
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Nov | ||||||
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |