

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-আগামী ৮ অক্টোবর রবিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বান্দরবান-কেরানীহাট-চট্টগ্রাম এবং বান্দরবান পার্বত্য জেলা শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-চট্র-১১৯১) এর কার্যকরী পরিষদের নির্বাচন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় বাস,কোচ,মিনিবাস চলাচল বন্ধ থাকবে।নির্বাচন উপ পরিষদ’২০১৭ এর চেয়ারম্যান সুব্রত কান্তি দাশ (ঝন্টু বাবু) সাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তি তে ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৩ টায় এই তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি তে উল্লেখ করা হয়,আগামী ৮ অক্টোবর রোজ রবিবার বান্দরবান কেরানীহাট চট্টগ্রাম এবং বান্দরবান পার্বত্য জেলা শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্র-১১৯১ এর কার্যকরী পরিষদের নির্বাচন বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ড অন্তর্গত হাফেজঘোনা সাইক্লোন সেন্টারে গোপণ ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে।নির্বাচনী তফসিল ও নিয়মাবলী অনুযায়ী সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু করে একটানা বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে।ওই দিন পরিবহন শ্রমিকদের ভোট দানের সুবিধার্থে সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলা থেকে চট্রগ্রাম,কক্সবাজার,রাঙ্গামাটি,ঢাকা,রুমা,রোয়াংছড়ি,থানচি,লামা,আলিকদম সহ বান্দরবান পার্বত্য জেলার সাত উপজেলায় বাস,চেয়ার কোচ ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে।তবে চট্টগ্রাম,কক্সবাজার,ঢাকা থেকে আগত বাস-চেয়ার কোচ-মিনিবাস বান্দরবান পার্বত্য জেলায় প্রবেশ করতে পারবে।দুপুর ২ টার পর সকল রুটে যথারীতি বাস-চেয়ার কোচ-মিনিবাস চলাচল যথা নিয়মে চলাচল করবে।নির্বাচন উপলক্ষ্যে উপরোক্ত সময়ে বাস,কোচ,মিনিবাস চলাচল বন্ধ থাকার কারণে সম্মানিত যাত্রী সাধারনের সাময়িক অসুবিধার জন্য নির্বাচন উপ পরিষদের চেয়ারম্যান সুব্রত কান্তি দাশ (ঝন্টু বাবু) সংবাদ পত্রে প্রদত্ত এক লিখিত বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন।