বান্দরবানে বিসিএস শিক্ষা ক্যাডারদের সংবাদ সম্মেলন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৬ সেপ্টেম্বর, ২০২৩ ৪:২১ : অপরাহ্ণ 74 Views

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা,পদোন্নতি ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বান্দরবান জেলা কমিটি।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান সরকারি কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ ও সমিতির জেলা শাখার সভাপতি প্রফেসর নুরুল আবছার চৌধুরী,সাধারন সম্পাদক ড.রিপন কুমার দে সহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও বিশেষায়িত পেশা হিসেবে সাধারণ শিক্ষা ক্যাডারকে গড়ে তোলা হয়নি।পদোন্নতিতে জটিলতা,নতুন পদ সৃষ্টি না হওয়া,অর্জিত ছুটি না দেওয়া,নতুন পে-স্কেলের সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে বলে জানান শিক্ষক নেতৃবৃন্দ।এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ক্যাডারের জন্য সুপার নিউমারি পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসনে দিকনির্দেশনা দিলেও এখনও পর্যন্ত তা কার্যকর না হওয়ায় হতাশা ব্যাক্ত করেন শিক্ষক নেতৃবৃন্দ।

অন্য ক্যাডারদের মতো শিক্ষা ক্যাডারে ব্যাচভিত্তিক পদোন্নতি না হওয়ায় অন্যান্য ক্যাডারের তুলনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তারা পিছিয়ে আছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।দীর্ঘ ৯ বছর ধরে নতুন পদ সৃষ্টির প্রস্তাব আটকে আছে।এ ছাড়া এক বছর আগের বেতন স্কেল অনুযায়ী চতুর্থ ও ষষ্ঠ গ্রেড প্রাপ্য কর্মকর্তাদের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।কিন্তু এসব বিষয়ে কোনো অগ্রগতি নেই’ উল্লেখ করে এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান বিসিএস সাধারণ শিক্ষা সমিতি,বান্দরবান জেলা কমিটি।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

error: কি ব্যাপার মামা !!