প্রশাসনিক অনুমোদন না পাওয়ার খুড়া অযুহাতে লামা সফর বাতিল করলো ম্যামাচিং-জাবেদ গ্রুপ 


প্রকাশের সময় :৭ আগস্ট, ২০১৭ ১২:৩২ : পূর্বাহ্ণ 638 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-প্রশাসনিক অনুমোদন না পাওয়ার খুড়া অযুহাতে লামা সফর বাতিল করলো বান্দরবান জেলা বিএনপির একাংশের নেতৃত্বে থাকা ম্যামাচিং-জাবেদ গ্রুপ এর নেতাকর্মীরা।গতকাল রবিবার দিনভর লামার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ম্যামাচিং-জাবেদ ঘোষিত সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করার পূর্ব নির্ধারিত কর্মসূচী প্রতিহত করার লক্ষ্য নিয়ে দফায় দফায় বৈঠক করে।যেকারনে লামার স্থানীয় বিএনপি তে চরম উত্তেজনা ও হুমকি পাল্টা-হুমকি তে রাজনৈতিক পরিস্থিতি অস্বাভাবিক আকার ধারন করে।সর্বশেষ গতকাল রাত সাড়ে নয়টায় যেকোনও উপায়ে ম্যামাচিং-জাবেদ রেজার সফর প্রতিহত করার ঘোষণা দিয়ে বসে লামা পৌর যুবদল নেতৃবৃন্দ।যা এক কান দুই কান করে স্থানীয় প্রশাসনের কানেও পৌছে যায়।যেকারনে লামার স্থানীয় প্রশাসন বান্দরবান জেলার সর্বোচ্চ নীতিনির্ধারক মহলে অস্থিতিশীল পরিবেশ এর বার্তা পৌছে দেয় এবং করনীয় জানতে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করে।এরই পরিপ্রেক্ষিতে বান্দরবানের প্রশাসন আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বিধায় বান্দরবানের দুই সদস্য বিশিষ্ট কমিটির নেতাদের কে লামা সফরের অনুমতি প্রদান করা থেকে বিরত থাকে।যা পরবর্তীতে বান্দরবান জেলা বিএনপির একাংশ নিয়ন্ত্রিত একটি ফেসবুক আইডি থেকে সংবাদ বিজ্ঞপ্তি আকারে লামা সফর বাতিল করার ঘোষণা দেয়।সাংগঠনিক সম্পাদক দাবীদার জসিম উদ্দিন তুষার এই সফর বাতিলের ঘোষণা করে এবং পরবর্তী সময়ে নতুন করে তারিখ ঘোষণা করা হবে বলে ফেসবুক আইডি তে লিখে দেন।এবিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন,বিএনপির ম্যামাচিং গ্রুপ সভার অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলো।একই সময়ে এই সভা প্রতিহত করার ঘোষণা দেয় সাচিং প্রু জেরী গ্রুপ তথা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।উভয় দলের মধ্যে সংঘর্ষের আশংকা থেকে প্রশাসন ম্যামাচিং গ্রুপ কে সভা করার অনুমতি দেয়নি।এদিকে কর্মসূচি বাতিল এর খবর শুনে লামা বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।তারা বলছেন এর মাধ্যমে জেলা বিএনপি কান্ডারী সাচিং প্রু জেরীর নৈতিক বিজয় হয়েছে।ঐক্যবদ্ধ নেতাকর্মীরা চাইলে শুধু লামা উপজেলা তে নয় পুরো বান্দরবান জেলার প্রতিটি ওয়ার্ডে এইভাবে ম্যামাচিং-জাবেদ রেজাকে প্রতিহত করতে পারবে।এবিষয়ে লামা উপজেলা বিএনপি সভাপতি আমির হোসেন আমু সিএইচটি টাইমস ডটকমকে বলেন,জেলা কমিটিরই যেখানে বৈধতা নাই সেখানে একের পর এক ম্যামাচিং বান্দরবান জেলার বিভিন্ন উপজেলা ও পৌর কমিটি বিধি বহির্ভূত ভাবে ভেঙ্গে দেয়ার ঘোষণা দিচ্ছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।একারণে লামা উপজেলায় তাদের প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে।যেই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন আছে জনমনে সেই কমিটির প্রতিটি কার্যক্রম কে প্রতিহত করা আমাদের নৈতিক দায়িত্ব।এটা লামা থেকে শুরু হলো,পরবর্তীতে বান্দরবানের প্রতিটি স্থরে এইভাবে ওই ২ সদস্য বিশিষ্ট ভুঁয়া কমিটির কার্যক্রম কে চ্যালেঞ্জ করা হবে।সাচিং প্রু জেরী ও আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান এর নেতৃত্বে বান্দরবান জেলা বিএনপি ঐক্যবদ্ধ ছিলো,আছে এবং থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!