প্রযুক্তির সহায়তায় ৭ হারানো মোবাইল উদ্ধার করলো ২ এপিবিএন


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :৭ এপ্রিল, ২০২৩ ১২:৩৮ : অপরাহ্ণ 221 Views

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন,বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খানের সার্বিক দিক নির্দেশনায় মোবাইল হারানো সংক্রান্তে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জিডি নং ১৮০ তাং-৪/৩/২৩ খ্রিঃ, ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার জিডি নং ১৫৪৬ তাং ২৯/১১/২২ খ্রিঃ, শেরপুর সদর থানার জিডি নং ১৩২৬ তাং ১৯/৯/২২ খ্রিঃ, ঢাকা জেলার আশুলিয়া থানার জিডি নং ৮৫৫ তাং ৯/৩/২২ খ্রিঃ, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার জিডি নং ২৮০৯ তাং ২১/১/২৩ খ্রিঃ, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার জিডি নং ১৩০৩ তাং ২৭/২/২৩ খ্রিঃ, গাইবান্ধা সদর থানার জিডি নং ১৪১০ তাং ২৪/৭/২২ খ্রিঃ সাইবার টিম সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্স এলআইসি শাখার সহায়তায় অত্র ইউনিটের অপারেশন এন্ড ইন্টেলিজেন্স শাখার সদস্য কর্তৃক symphony i80, realme 9i, infinix hot play, realme C21, realme 9, Itel vision 1, techno KF6J সর্বমোট ০৭ (সাত) টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন উদ্ধারপূর্বক ২ এবিপিএন এর অধিনায়ক মহোদয়ের অনুমতিক্রমে গত বুধবার (৫ মার্চ) তারিখ প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!