বান্দরবানে ৬৯পদাতিক ব্রিগেডের উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার সকালে বান্দরবান জেলা শহরের বাসষ্টেশান,কসাইপাড়া,টিএন্ডটি পাড়াসহ কয়েকটি পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী সরবরাহ করে সেনা সদস্যরা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল,আটা,তেল ও লবণ। ত্রাণ বিতরণকালে সেনা কর্মকর্তারা ঘরে অবস্থান করে সকলকে স্বাস্থ্যবিধি ও লকডাউন মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের তত্বাবধানে এ ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জিএসও-২ (ইন্টঃ) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন পিএসসিসহ একদল সেনা সদস্য। এসময় মেজর মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন,বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি কর্মহীন দরিদ্র জনসাধারণের মধ্যে এই ত্রান ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছে সেনাবাহিনী যা আগামীতে ও অব্যাহত থাকবে।