সেক্টর সদর দপ্তর,বান্দরবান বিজিবি এর ইফতার পেলো গরীব ও অসহায় মানুষ


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় :৯ এপ্রিল, ২০২৩ ৮:৪০ : অপরাহ্ণ 332 Views

সেক্টর সদর দপ্তর,বান্দরবান বিজিবি সার্বিক ব্যাবস্থাপনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব,অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ এপ্রি) বিকেলে বান্দরবান পৌরসভা এর কালাঘাটা প্রাইমারি স্কুল মাঠে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি,বান্দরবান এর সেক্টর কমান্ডার কর্নেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল।

প্রধান অতিথি এর বক্তব্যকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং মহাপরিচালক,বিজিবি এর সার্বিক দিক-নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুঃস্থ ও গরীব অসহায় দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।এরই অংশ হিসেবে বিজিবি সেক্টর এর ব্যবস্থাপনায় বান্দরবানেও বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি চলছে।তিনি বলেন রোজা সংযমের মাস।পবিত্র এই মাসটি সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।সবার সাথে ইফতার ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের এবং একটি পবিত্র দায়িত্ব।বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়।ভবিষ্যতেও বিজিবি’র এমন কার্যক্রম অব্যাহত থাকবে।পরে কয়েকশো মানুষ কে ইফতার ও রাতের খাবার বিতরন করে বিজিবি এর বান্দরবান সেক্টর।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (লজিস্টিকস) মেজর মোহাম্মদ মনজুরুল কবীর সহ বিজিবি,বান্দরবান সেক্টর সদর দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং বান্দরবান প্রেসক্লাব সেক্রেটারি মিনারুল হকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!