

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ মাটিরাঙা উপজেলা ও পৌর শাখার উদ্যেগে নবীন বরণ ও মেধাবী শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গত বৃহস্পতিবার (২১ সেপ্টম্বর) সকাল ১০টায় মাটিরাঙা ডিগ্রি কলেজের হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের মাটিরাঙা উপজেলা সভাপতি রবিউল হোসাইন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙা জোন কমান্ডার লে.কর্ণেল কাজী শামসের উদ্দীন পিএসসি,জি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক ইন্জিনিয়ার লোকমান হোসাইন,জেলা আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম মাসুদ প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ নবীন বরণ ও মেধাবীদের মাঝে বই বিতরণের যে কর্মসূচী হাতে নিয়েছে তা নি:সন্দেহে প্রশংসনীয়।এসময় বাঙালি ছাত্র পরিষদের এই সকল কার্যক্রম ভবিষ্যতেই অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা।নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙা জোন কমান্ডার লে.কর্ণেল কাজী শামসের উদ্দীন পিএসসি,জি এর হাতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের মূখপাত্র পত্রিকা মাসিক পার্বত্য জনপদ তুলে দেন ইন্জিনিয়ার লোকমান হোসাইন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাটিরাঙা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রশান্ত কুমার ত্রিপুরা,ভাইস- প্রিন্সিপাল আবুল হোসেন,বাঙালি ছাত্র পরিষদের জেলা শাখার সিনিয়র সহ-আহ্বায়ক দেলোয়ার হোসাইন লিটন, মাটিরাঙা পৌর কমিটির আহ্বায়ক জালাল আহম্মেদ,৪ নং ওয়ার্ড সভাপতি ডা:জামাল উদ্দিন,আবু বকর ছিদ্দিক,নাজির উদ্দিন রাজু প্রমুখ।