এই মাত্র পাওয়া :

শান্তি,সম্প্রীতি সর্বোপরি ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক বান্দরবানঃ লে.কর্নেল হুমায়ুন রশীদ,পিএসসি


প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :৬ অক্টোবর, ২০২৫ ১০:১৬ : অপরাহ্ণ 147 Views

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান বৌদ্ধ ছাত্র পরিষদ এর আয়োজনে বন্দনা,কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ,পিএসসি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি এর সভাপতি শিক্ষক সম্পদ বড়ুয়া।এসময় বান্দরবান সেনা জোন এর জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব ও অন্যান্য কর্মকর্তা,বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত চন্দ্র জ্যুতি স্থবির,বান্দরবান বৌদ্ধ ছাত্র পরিষদ এর সভাপতি সৈকত বড়ুয়া,সেক্রেটারি অমিরন বড়ুয়া,বিহার পরিচালনা কমিটি এর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথির বক্তব্যকালে জোন কমান্ডার বলেন, “ধর্ম যার যার,উৎসব সবার।আমরা যদি ধর্ম,বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করি,তবেই সমাজে সত্যিকার শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।এসময় সকল ধর্মের মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান বজায় রেখে একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে জোন কমান্ডার আরও বলেন,বান্দরবান শান্তি,সম্প্রীতি সর্বোপরি ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সমগ্র দেশের সামনে উদাহরণ সৃষ্টি করতে পারে আজকে এমন অনুষ্ঠানে এটাই আমার একমাত্র প্রত্যাশা থাকলো।বান্দরবান সার্বজনীন বড়ুয় বৌদ্ধ মহাশ্বশান এর সাধারন সম্পাদক মিতুন কুমার বড়ুয়া সঞ্চালনায় অনুষ্ঠানে বন্দনা,কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৮জন শিক্ষার্থীকে পুরষ্কার ও সম্মাননা তুলে দেয়া হয়।বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও ঐক্য,বান্দরবান এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় রীতি অনুযায়ী মোমবাতি প্রজ্জ্বলন,ফানুস উত্তোলন করা হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর