বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপি হিল পাড়া ও মুলফি পাড়ায় শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করেছে রুমা সেনা জোন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) এসব দুস্থ শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়।এসময় হ্যাপি হিলপাড়া এবং মসজিদ পাড়ার প্রায় ১০০ জন শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে।এছাড়াও মুলপি পাড়ায় নারী এবং শিশুসহ ২৭৫ জন বম ও মারমাসহ বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিবর্গের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সেনা সূত্রে জানা যায়,বিনামূল্যে চিকিৎসা সেবা,খাদ্য সামগ্রী ও শিক্ষা সহায়ক সামগ্রীসমুহ বিতরনকালে রুমা জোন কমান্ডারের পক্ষে উপস্থিত ছিলেন মেজর মো.রাওহাতুল ইসলাম রায়হান এবং রুমা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. রাফিদ করিম।জানা যায়,বান্দরবান রিজিয়ন এর সার্বিক তত্বাবধানে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আগামীতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে পাড়াবাসীকে আশ্বাস প্রদান করে সেনাবাহিনী।