এই মাত্র পাওয়া :

শিরোনাম: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীরা পালন করছে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পুলিশের বিভিন্ন স্থাপনা উদ্বোধন ও মতবিনিময় সভা করলেন রেঞ্জ ডিআইজি রেইচা চেক পোস্টের সেনা তল্লাশিতে মিললো অনুমোদনহীন বিপুল আসবাবপত্র বান্দরবানে চলাচলের সড়ক নির্মাণে বাঁধা প্রদানসহ চাঁদা দাবীর প্রতিবাদে মানববন্ধন জেলা শহরে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে ১ জনকে জরিমানা করলো মোবাইল কোর্ট বান্দরবানে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত গভীর রাতে আগুনে বলিবাজারের অন্তত ১৩ দোকান আগুনে পুড়ে ছাই রেইচা সেনা চেকপোস্টে রোহিঙ্গা নারীসহ ভুয়া এনজিও কর্মী আটক

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির ২ সদস্যসহ ৩জনকে আটক করেছে সেনাবাহিনী


প্রকাশের সময় :৪ সেপ্টেম্বর, ২০১৭ ১:০১ : পূর্বাহ্ণ 1744 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান-চিম্বুক সড়কের ওয়াইজংশন এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির ২ সদস্যসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।শনিবার রাতে আটকের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও একটি মোটরসাইকেলসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বান্দরবান থেকে মোটরসাইকেল যোগে থানছি যাওয়ার পথে ওয়াইজংশন ক্যাম্পের সেনা সদস্যরা তাদের আটক করে।আটকরা হলেন—আরাকান আর্মির সদস্য ম্যাসোয়াই (২০),খয়লিথোয়াই (২১) ও মোটরসাইকেল চালক উঞোম মারমা (২১)।সেনাবাহিনীর সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,আটকরা ওয়াইজংশন ক্যাম্প পাশ কাটিয়ে যাচ্ছিল।তাদের গতিবিধি সন্দেহ হলে তিনজনকেই জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়।পরে তাদের কাছ থেকে নগদ সাড়ে ৯ লাখ টাকা,আরাকান আর্মির ব্যবহৃত সিল (কর্নেল পদবির),কয়েকটি মোবাইল সেট,মিয়ানমারের ডিকশনারি,একটি মোটরসাইকেলসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়।তিনি আরো জানান,আটকদের অধিক জিজ্ঞাসাবাদের জন্য বান্দরবান সদরে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে খয়লিথোয়াই মারমার বাবা চয়নই আরাকান আর্মির কর্মকর্তা ছিলেন।সংগঠন ছেড়ে দেওয়ার পর তিনি বান্দরবান শহরের মধ্যমপাড়ায় বসবাস করতেন।তার ছেলে পরে একই সংগঠনে যোগ দেয় বলে জানা গেছে।স্থানীয়রা জানিয়েছে,জেলার থানছি উপজেলার সাংঙ্গু রিজার্ভের অরণ্যে লুকিয়ে থাকা আরাকান আর্মির সদস্যরা প্রায় সময়ই তাদের ব্যবহৃত জিনিসপত্র ও টাকার জন্য শহরে আসা যাওয়া করে থাকে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!