এই মাত্র পাওয়া :

বান্দরবান সেনা রিজিয়নের উপহারের বই পেয়ে খুশি শিক্ষার্থীরা


  1. অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :২৮ নভেম্বর, ২০২৩ ১২:৫৫ : পূর্বাহ্ণ 658 Views

বান্দরবান সেনা রিজিয়ন এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেছেন,বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে।বান্দরবান সেনা রিজিয়ন অতীতেও বান্দরবানের জনসাধারণের পাশে ছিলো।আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।বান্দরবান সেনা রিজিয়ন আয়োজিত বান্দরবানের বিভিন্ন কলেজের এইচএসসি,অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে উপহারের বই বিতরণ,শিক্ষা সহায়ক সামগ্রী এবং সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন বান্দরবান এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি।এসময় তিনি একজন শিক্ষার্থীর পড়াশোনা সহজ ও নিরবিচ্ছিন্ন রাখতে সেনা রিজিয়নের বিভিন্ন উদ্যোগ ও সহায়তার কথা তুলে ধরে উপস্থিত সকল শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।জানা যায়,সোমবার (২৭শে নভেম্বর) সেনা রিজিয়ন মাঠে প্রাঙ্গনে বান্দরবানের বিভিন্ন কলেজের ৮৫ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।এছাড়াও উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ৩ জন কে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান,৭ জনকে নগদ শিক্ষা সহায়তা ও ৩ জনকে সেলাই মেশিন এবং ৬ জনকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।বান্দরবান সেনা জোন এর কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,পিএসসি,৬৯ পদাতিক ব্রিগেড এর মেজর শায়েখ উজ জামান (জিএসও-২ ইন্টঃ) এসময় উপস্থিত ছিলেন।

এদিকে উপহারের বই পেয়ে খুশি কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।অভিবাবক মহলও বান্দরবান সেনা রিজিয়নের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছে।অভিবাবকরা বলছেন,ভয়াবহ বন্যায় আমাদের সন্তানদের বই ক্ষতিগ্রস্থ হয়।সেসময় বইয়ের অভাবে ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হবার উপক্রম হয়।কিন্তু ঠিক সেই সময় বন্যায় ক্ষতিগ্রস্থ শতশত শিক্ষার্থীকে বই উপহার দিয়ে বান্দরবান সেনা রিজিয়ন একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।প্রসঙ্গত,বান্দরবান সেনা জোনও সাম্প্রতিক সময়ে বান্দরবান জোন অন্তর্গত ১২ টি নিম্ন ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা সহায়ক সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করছে।২৭৪৯ জন শিক্ষার্থী এই শিক্ষা সহায়ক সামগ্রী পাচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
November 2025
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
আলোচিত খবর