বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ


সেনা জোন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০২২ ১১:১২ : পূর্বাহ্ণ 331 Views

বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত অসহায় ও দুস্থ মুসলিম পরিবার ও দুইটি এতিমখানায় এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে।বুধবার ( ১৩ এপ্রিল) সকালে বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার এর সঞ্চালনায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত ১৩১ অসহায় ও দুস্থ মুসলিম পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে একটি করে আটটি উপকরণের সমন্বয়ে গঠিত ইফতার সামগ্রী প্যাকেট প্রদান করা হয়।এছাড়াও দুইটি এতিমখানার মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে একমাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়।বান্দরবান সেনা জোনের আওতাধীন ক্যাম্প কর্তৃক ৫০ টি পরিবার এবং বাকি ৮১ টি পরিবারকে জোন সদর কর্তৃক বিতরণ করা হয়।দুস্থ ও অসহায় মুসলিম পরিবারের ইফতার সামগ্রীর মধ্যে চাউল,ছোলা,মুড়ি,চিনি,খেজুর,তৈল,ডাল ও পিয়াজ সহ সর্বমোট ০৮ টি উপকরণ বিতরণ করা হয়।এছাড়াও দুইটি এতিমখানা, রাজবিলা মুসলিম পাড়া মাদ্রাসা ও এতিমখানা এবং ইসলামপুর মুসলিমপাড়া নূরানী মাদ্রাসা ও এতিমখানায় এক মাসের চাহিদা অনুযায়ী ছোলা, মুড়ি, চিনি,খেজুর, তৈল,পিয়াজ ও খেসারির ডাল বিতরণ করা হয়। এতে ৫৬ জন শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে ৩৩.৬০০ কেজি ছোলা, ২২.৪০০ কেজি মুড়ি, ২৩.৫২০ কেজি চিনি, ২৩.৫২০ কেজি খেজুর, ১৬.২০০কেজি তৈল, ১১.৫০০ কেজি পেঁয়াজ ও ১৬.৩০০ কেজি খেসারির ডাল বিতরণ করা হয়।এতে সর্বমোট ১ লক্ষ ৫০ হাজার টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস.এম.মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি।এছাড়াও উপস্থিত ছিলেন দূরদূরান্ত হতে আগত মুসলিম পরিবারের সদস্যগণ।অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি বলেন,বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি।এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।আজকের এই সহযোগিতার পাশাপাশি পরবর্তীতেও সেনা জোনের পক্ষ থেকে বিভিন্ন দূঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!