বান্দরবানে বিসিপিএসসি’র দুই দিনব্যাপী কর্মশালা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১১ নভেম্বর, ২০২৩ ৫:২২ : অপরাহ্ণ 431 Views

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ্যতা অর্জনের প্রয়াসে ব্রিগেড কমান্ডার,৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার,বান্দরবান রিজিয়ন এবং বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের (বিসিপিএসসি) পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেম গোলাম মহিউদ্দিন আহমেদ,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি, পিএসসি,পিএইচডি এর নির্দেশনায় এবং বিসিপিএসসি’র পরিকল্পনায় দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বান্দরবানে প্রথমবারের মতো আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।প্রশিক্ষণার্থীদের উজ্জীবিত এবং অনুপ্রানিত করার লক্ষ্য নিয়ে প্রেষনমূলক বক্তব্য রাখেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোহাম্মদ শাহাজাহান সিরাজ ভূঁইয়া,এমফিল,এইসি।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মেজর এ এস এম মাহমুদুল হাসান,পিএসসি এবং লেফট্যানেন্ট মো.মাহফিদ আনাম।দুই দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রথম দিন তত্বীয় এবং দ্বিতীয় দিন ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ৬৯ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্বাবধানে এই কর্মশালা ও প্রশিক্ষণ সম্পন্ন হয়।আইএসএসবি তে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে এমন প্রশিক্ষণ গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে।১০ নভেম্বর শুক্রবার শুরু হয়ে ১১ নভেম্বর শনিবার এই কর্মশালা সমাপ্ত হয়।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!