প্রবারনা উদযাপন উপলক্ষ্যে সেনা রিজিয়নের আর্থিক অনুদান বিতরন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২৫ অক্টোবর, ২০২৩ ৫:৫৩ : অপরাহ্ণ 58 Views

বান্দরবান এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেছেন,সেনাবাহিনী বহু বছর ধরে অত্র অঞ্চলে সকল সম্প্রদায়ের শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করে আসছে।প্রবারনা পূর্নিমা এই অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীর বৃহৎ একটি ধর্মীয় উৎসব।এমন বৃহৎ ধর্মীয় উৎসবে এখানকার জনগোষ্ঠী যাতে সুন্দরভাবে প্রবারনা উৎসবটি উদযাপন করতে পারে সেই লক্ষ্যকে তরান্বিত এবং সমৃদ্ধ করার উদ্দেশ্য নিয়ে বান্দরবান সেনা রিজিয়নের এমন আয়োজন।

বান্দরবান রিজিয়ন কর্তৃক প্রবারণা উৎসব উপলক্ষ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ এসজিপি,এনডিসি,এ এফ ডব্লিউসি,পিএসসি,পিএইচডি।ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন রিজিয়ন কমান্ডার।

বুধবার (২৫ অক্টোবর) বান্দরবান রিজিয়ন কর্তৃক বান্দরবান সেনানিবাসে ৫ইবি প্রশিক্ষণ সেড এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।এদিন রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ,৩৭ টি প্রবারনা উদযাপন কমিটি কে সর্বমোট ২,০০,০০০ (দুই লাখ) টাকা উপহার হিসেবে আর্থিক অনুদান তুলে দেন।এসব কমিটির প্রতিনিধিরা আর্থিক অনুদান গ্রহন করেন।অনুষ্ঠানে জোন কমান্ডার লে.কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি,মেজর শায়েখ উজ জামান (জিএসও-২), ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল মান্নান (জিএসও-৩) সহ বিভিন্ন শ্রেনীপেশার জনসাধারন উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

error: কি ব্যাপার মামা !!