প্রবারণায় সেনা জোন এর শুভেচ্ছা উপহার পেলো ৩৩ বৌদ্ধ বিহার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :৩০ অক্টোবর, ২০২৩ ৮:৫৫ : অপরাহ্ণ 50 Views

বান্দরবানে নানান আয়োজন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিভিন্ন বিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপিত হচ্ছে।আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস শেষে প্রবারণা উৎসব পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।প্রবারণা পূর্ণিমাকে কেন্দ্র করে বান্দরবানের প্রতিটি বৌদ্ধ বিহার সাজানো হয়েছে নানা রঙে।এদিকে মহাপ্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আওতাধীন ৩৩ টি বৌদ্ধ বিহার এবং তিনজন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিসহ ৩৬টি কেক উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
প্রবারণা পূর্ণিমায় দেশ,জাতি ও বিশ্বশান্তি কামনায় রবিবার সকাল থেকে বান্দরবানের প্রতিটি বৌদ্ধ বিহারে বুদ্ধ পতকা উদ্বোধন,প্রদীপ প্রজ্জ্বলন,ফুলপূজা,বুদ্ধ পূজা,বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদানসহ নানাবিধ দান করছেন ভক্তরা।বিহারে বিহারে আয়োজন করা হয় ধর্মীয় আলোচনা সভার।এই উৎসবটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা জগতের সকল প্রাণীর শান্তি কামনায় করেন। যাতে পুরোনো দিনের সকল কষ্ট ভুলে গিয়ে নতুন করে প্রার্থনার মাধ্যমে শান্তি কামনা করা হয়।
আয়োজকরা জানান,বান্দরবানের বৃহৎ রাজগুরু বৌদ্ধ বিহার এবং উজানী পাড়া বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে মহামঙ্গল রথযাত্রা এবং চুলামনি জাদির উদ্দেশ্যে ফানুস উৎসর্গ করবে ভক্তরা।এছাড়া পিঠা উৎসবের আয়োজন রয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

error: কি ব্যাপার মামা !!