পবিত্র মাহে রমজানে বান্দরবান সেনা জোনের ইফতার সামগ্রী পেলো এতিমখানার শিক্ষার্থীরা


বান্দরবান সেনা জোন প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের সময় :৫ এপ্রিল, ২০২২ ১১:৫৫ : পূর্বাহ্ণ 500 Views

বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধানে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত ০৬ টি এতিমখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক মাসের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী ইফতার সামগ্রী প্রদান করা হয়।মঙ্গলবার (৫ ই এপ্রিল) সকাল ৯টায় বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত ছয়টি এতিমখানায় সর্বমোট ৪১৫ জন শিক্ষক ও শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী সর্বমোট ৩০ দিনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা,মুড়ি, চিনি,খেজুর,তেল,খেসারি ডাল ও পিয়াজ সহ সর্বমোট ০৭ টি উপকরণ।এতে ছোলা ৩৭৩.৫৫০ কেজি,মুড়ি ২৫২ কেজি,চিনি ২৮৫ কেজি,খেজুর ২৮৫ কেজি,তৈল ২১৬ কেজি, খেসারি ডাল ২১৬ কেজি,পিঁয়াজ ১৪৪ কেজি সহ সর্বমোট ১ লক্ষ ৪৪ হাজার ৭২০ টাকার ইফতার সামগ্রী প্রদান করা হয়।বান্দরবান সেনা জোন এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করেন।এতিমখানা গুলো হলো,ফাতেমা-তুজ-জোহরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা,ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,বান্দরবান জেলা নূরানী এতিমখানা, ইসলামী শিক্ষাকেন্দ্র ও এতিমখানা,জামিয়াতুল কামিলাত মাদ্রাসা ও এতিমখানা,উসামা বিন আরফান (রা:) হেফজ ও এতিমখানা।প্রত্যেক এতিমখানার একজন করে প্রতিনিধি সেনা জোনের কতৃক প্রদত্ত এই ইফতার সামগ্রী গ্রহণ করেন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি।এসময় সেনা জোনের উপ-অধিনায়ক মেজর এস. এম. মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি সহ আমন্ত্রিত মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি বলেন,বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের প্রতিষ্ঠানে এতিম শিক্ষার্থীদের জন্য রমজান মাস ব্যাপী প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদানের মাধ্যমে আপনাদের সামান্য সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।এই ইফতার সামগ্রী প্রদানের মাধ্যমে আপনাদের প্রতিষ্ঠান সামান্যতম হলেও উপকৃত হবে বলে আশা করি। আজকের এই সহযোগিতার পাশাপাশি পরবর্তীতেও সেনা জোনের পক্ষ থেকে মাদ্রাসা ও এতিমখানায় যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!