এই মাত্র পাওয়া :

দুর্গম রুমা উপজেলার মুনলাই পাড়াবাসীকে মেডিকেল সহায়তা প্রদান করলো সেনাবাহিনী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২৪ ১১:৩৭ : অপরাহ্ণ 415 Views

“আমার দেশ আমার প্রান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বান্দরবান সেনা রিজিয়ন শান্তি,সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এছাড়াও বান্দরবান জেলায় বসবাসরত সকল জাতিগোষ্ঠীর জন্য বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে বান্দরবান সেনা রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনী।এরই ধারাবাহিকতায় রুমা জোন কর্তৃক মেডিক্যাল সহায়তা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) রুমা জোন কর্তৃক রুমা উপজেলার মুনলাই পাড়ায় বসবাসরত ৫০ টি পরিবারের মাঝে সুচিকিৎসার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।একই সময় বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়।এছাড়া মউনলাপাড়ার স্থানীয় জনসাধারন এর মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।সেনা সুত্র জানিয়েছে,শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।পাড়াবাসীকে আস্বস্ত করা হয় তাদের যেকোনও প্রয়োজনে মানবিক সহায়তা প্রদান করা হবে।প্রসঙ্গত,পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় জনসাধারণ এর আর্থসামাজিক উন্নয়ন,খাদ্য সমস্যা,মহামারি আকারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয় ব্যক্তিদের চিকিৎসা সেবা, দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করার পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের মাঝে দীর্ঘকাল ধরে শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় বই শিক্ষা উপকরন বিতরণ করে যাচ্ছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!