‘দাগ হ্যামারশোল্ড’ পদক পেয়েছেন বাংলাদেশের দুই সেনা কর্মকর্তা


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :৩০ মে, ২০২২ ১:৪০ : অপরাহ্ণ 666 Views

প্রতি বছরের ন্যায় এবারও শান্তিরক্ষায় জীবন উৎসর্গের জন্য ‘দাগ হ্যামারশোল্ড’ পদক প্রদান করা হয়েছে। বাংলাদেশের দুইজন সেনা কর্মকর্তাও এবার এই পদক পেয়েছেন।

শুক্রবার (২৭ মে) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কর্তৃক ‘দাগ হ্যামারশোল্ড’ পদক প্রদান করা হয়। এ বছর ৪২টি দেশের ১১৭ জন নারী ও পুরুষ এই পদক পেয়েছেন। যার মধ্যে ৫৫ জন সামরিক, ২ জন পুলিশ ও ৬০ জন বেসামরিক শান্তিরক্ষী রয়েছে।

পদকপ্রাপ্ত দুই বাংলাদেশি সেনাদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল এ কে এম মাহমুদুল হাসান। যিনি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষায় ভূমিকা পালন করেছেন। আরেকজন হলেন, ল্যান্স কর্পোরাল মো. রবিউল মোল্লা। যিনি দক্ষিণ সুদানে শান্তি রক্ষায় সর্বোচ্চ ত্যাগের উদাহরণ দিয়েছেন।

বাংলাদেশি পদকপ্রাপ্তদের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতেমা। তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের এই স্বীকৃতি আমাদের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং সর্বোপরি আত্মত্যাগের মানসিকতার প্রতিফলন। আমরা সকলে এই অর্জনের জন্য অত্যন্ত গর্বিত।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর