খাবার নিয়ে অসহায় পথচারীদের পাশে বান্দরবান সেনা জোন


সিএইচটি টাইমস ডেস্ক প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২০ ৯:৪১ : অপরাহ্ণ 560 Views

বান্দরবান সেনাজোনের উদ্যোগে অসহায় ও নিম্মআয়ের পথচারীদের দুপুরের খাবার হিসেবে খিচুড়ি বিতরণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা।মঙ্গলবার দুপুরে বান্দরবান সেনা জোন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুপুরের খাবার হিসেবে খিচুড়ি বিতরণ করে।বান্দরবান বাজারসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় পথচারীদের মধ্যে দুপুরের খাবার হিসেবে এই খিচুড়ি দেয়া হয়।বিভিন্ন পথচারীরা এসময় সেনাবাহিনীর সরবরাহকৃত এই খাবার গ্রহণ করে এবং সড়কেই খেতে বসে যায়।খাবার পেয়ে এসব পথচারীরা খুশিতে আপ্লুত।সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতারও শেষ নাই তাদের।বান্দরবান সেনা জোন সুত্র থেকে জানা যায়,বান্দরবানে করোনা ভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টিনে থাকা অসহায় হতদরিদ্র জনগণের জন্য জোন কমান্ডার লে. কর্নেল আখতার উস সামাদ রাফি (বিএসপি,পিএসসি) এর নির্দেশে ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীর নেতৃত্বে বান্দরবান শহরস্থ অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষকে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রক্রিয়া আগামীতেও চলমান থাকবে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
March 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!