

মহান বিজয় দিবস উপলক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করলো বান্দরবান জেলা বিএনপি।বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে জেলা শহরস্থ স্মৃতি ফলকে বান্দরবান জেলা বিএনপি সভাপতি সাবেক সাংসদ মিসেস ম্য মা চিং ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাবেদ রেজার নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।এসময় বান্দরবান জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার,জেলা বিএনপি নেতা আবিদুর রহমান,রিটল বিশ্বাস,জেলা মহিলা দলের সাবেক আহবায়ক কাজী নিরুতাজ বেগম,পৌর বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম,সদর উপজেলা বিএনপি’র সভাপতি মো.সরওয়ার,মহিলা দল নেত্রী সাই সাই নু মার্মা সহ জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,মহিলাদল,কৃষক দল,শ্রমিক দল ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা স্ব-স্ব সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্লোগান সহকারে নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করে।এসময় বান্দরবান জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ মিসেস ম্য মা চিং বলেন,মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে বিজয়ী শুভেচ্ছা জানাই।বিজয়ের ৫০ বছরে পদার্পণ করার পরও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের গণতন্ত্র এখনও কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ।বিজয় দিবসের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত এবং নিঃশর্ত মুক্তির দাবি জানাই।