বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক কারামুক্তি দিবস পালিত


নিজস্ব সংবাদদাতা প্রকাশের সময় :১২ জুন, ২০২২ ১২:১৭ : পূর্বাহ্ণ 502 Views

বান্দরবান জেলা আওয়ামীলীগের উদ্যোগে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করেছে।এ উপলক্ষে শনিবার (১১জুন) বান্দরবান জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বান্দরবান জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো.ইসলাম বেবি,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাস,জেলা আওয়ামীলীগ সদস্য এম.এ.হাকিম চৌধুরীসহ যুবলীগ,ছাত্রলীগ,মহিলালীগের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামীলীগ প্রানপ্রিয় নেত্রী গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়।এ সময় কারাগারের অভ্যন্তরে শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েন।তখন বিদেশে চিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।

আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ,আপসহীন মনোভাব ও অনড় দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।সভায় উপস্থিত বান্দরবান জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দরা,সেদিনের সেই মুক্তিকে বাংলাদেশ আওয়ামীলীগ এবং এদেশের গণতন্ত্রের জন্য এটিকে মহাবিজয় হিসেবে আখ্যায়িত করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
January 2025
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
আলোচিত খবর