এই মাত্র পাওয়া :

বান্দরবানে আরও এক আওয়ামীলীগ নেতা নিহত!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৪৪ : অপরাহ্ণ 798 Views

বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা (৫৫) নিহত হয়েছেন।শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনার সময় আতঙ্কে বাতখই মারমা (৬৩) নামের এক কৃষক মারা গেছেন।এ ঘটনায় সাবেক ইউপি মেম্বার ও যুবলীগের নেতাসহ আহত হয়েছে আরো ৫ জন।নিহতের বাড়ি জামছড়ি ভেতর পাড়া। তিনি ওই এলাকার মংবই মারমার ছেলে।এ ঘটনার পর জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা ভয়ে আত্মগোপনে রয়েছেন। বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।আহতরা হলেন— সাবেক মেম্বার উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যা চিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০) ক্যাপোমং (৪৫) ও প্রতিবন্ধী আদাসী (২৬)।পুলিশ ও স্থানীয়রা জানায়, অস্ত্রসহ ৮ থেকে ১০ জন সশস্ত্র পাহাড়ী সন্ত্রাসী রাজবিলার জামছড়ির মুখ পাড়ার একটি দোকানে এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বাচনু মারা যায়। আহত হয় আরো ৫ জন। এঘটনায় স্ট্রোক করে মারা যায় আরো একজন।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। এছাড়া আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
December 2025
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
আলোচিত খবর