এই মাত্র পাওয়া :

বান্দরবানের সাবেক দুই ছাত্রদল সভাপতির বহিষ্কার আদেশ প্রত্যাহার


প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০১৮ ৫:১৬ : অপরাহ্ণ 825 Views

বান্দরবান অফিসঃ-বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক দুই প্রভাবশালী সভাপতি,জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটন এবং জাহাঙ্গীর আলমের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।দীর্ঘদিনের অপেক্ষা শেষে আজ ১৫ নভেম্বর বৃহস্পতিবার এই দুই ছাত্রনেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই দুই ছাত্রনেতার আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় বলে (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়।এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে আরও বেশি শক্তিশালী ও সুসংগঠিত করার আহবান জানানো হয়।কেন্দ্রীয় বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বান্দরবান জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককেও বহিষ্কার আদেশ প্রত্যাহারের অনুলিপি পাঠানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।এদিকে সাবেক এই দুই ছাত্রনেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ার খবরে বান্দরবান জেলায় তাদের অনুসারী নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।তাদের অনুগত নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে খুশির এই সংবাদকে স্বাগত জানিয়েছেন।উল্লেখ্য,দীর্ঘ ৩ বছর পর (এই প্রতিবেদন লেখার এক ঘন্টা আগে প্রত্যাহার হওয়া ১জন সহ) বান্দরবান বিএনপির ৩ নেতার বহিস্কাদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে।এই ৩ নেতা হলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজি মহতুল হোসেন যত্ন,জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গির আলম ও জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমান মিটন।তিন জনই জেলা বিএনপির সাবেক সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরী সমর্থিত।যদিও এই তিন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ার খবরটি কে ভালোভাবে গ্রহণ করতে পারছেনা মেমাচিং গ্রুপের নেতাকর্মীরা।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
October 2025
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!