

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবানের প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক মং চিং নু চৌধুরী আর নেই।গতকাল সোমবার (২৩ অক্টোবর) দুপুর ১টা ১৩ মিনিটে তিনি বান্দরবানস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।গতকাল সকালেই তাঁকে সংকটাপন্ন অবস্থায় চট্টগ্রামের ম্যাক্স ক্লিনিকের আই.সি.ইউ থেকে বান্দরবানের বাড়িতে নিয়ে আসা হয়।দীর্ঘদিন রোগে ভুগে তাঁর ব্রেনের একটি বড় অংশ ক্ষতিগ্রস্থ হয়েছিলো বলে জানিয়েছেন চিকিৎসকরা।গত শনিবার রাতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়।শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাঁকে বাড়িতে ফিরিয়ে নেবার পরামর্শ দেন।মং চিং নু চৌধুরীর ছেলে ডা.ই মং প্রু জানান,তাঁরা সকাল ৯ টার দিকে চট্টগ্রাম থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেন।বাড়ি ফেরার পর লাইফ সাপোর্ট দিয়ে রাখার কয়েক ঘন্টা পর তিনি মারা যান।মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরলে তাৎক্ষণিক এ সময় তাঁকে দেখতে যান বোমাং সার্কেল চীফ উ চ প্রু, রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য চ হ্লা প্রু জিমি,রাজপুত্র মং ঙোয়ে প্রু নু মং প্রু,প্রফেসর মং সা নু,শিক্ষক দিপ্তী কুমার বড়ুয়াসহ তাঁর আত্মীয় পরিজনেরা।অধ্যাপক মং চিং নু চৌধুরী তাঁর কর্মজীবনে বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন।সর্বশেষ তিনি বান্দরবান সরকারি কলেজের ইতিহাস বিষয়ে অধ্যাপনা করেন।তাঁর স্ত্রী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য উ নু প্রু। এক ছেলে ও এক মেয়ের দু’জনেই চিকিৎসক।মৃত্যুকালে মং চিং নু চৌধুরীর বয়স হয়েছিলো ৭৯ বছর।
এদিকে বান্দরবানের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক মংচিংনু চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।পার্বত্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি এক শোকবার্তায় প্রবীণ এই শিক্ষকের আত্মার শান্তি কামনা করেছেন।তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, “প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে বান্দরবানের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।তাঁর মৃত্যুতে বান্দরবান একজন গুণী ব্যক্তিকে হারালো।যে অভাব কখনোই পূরণ হবার নয়”।পরে সোমবার রাত আনুমানিক ৮টার সময় বান্দরবান জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম চৌধুরীর নেতৃত্বে পার্বত্য প্রতিমন্ত্রী ও বান্দরবান জেলা আওয়ামীলীগ এবং বান্দরবান পৌরসভার পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে এসময় বান্দরবান জেলা আওয়ামীলীগ এর অন্যতম উপদেষ্টা বাবু কাজল কান্তি দাশ,জেলা আওয়ামীলীগ সহসভাপতি মং ক্যা চিং চৌধুরী,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃইসলাম বেবী,জেলা আওয়ামীলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর,বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া সহ জেলা আওয়ামীলীগের নেতারা প্রবীণ এই শিক্ষকের মৃতদেহের পাশে ফুলের শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন এবং তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন।