পাহাড় ধ্বসে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ছাত্রলীগের দোয়া মাহফিল


প্রকাশের সময় :১৬ জুন, ২০১৭ ১২:২৬ : পূর্বাহ্ণ 532 Views

সিএইচটি টাইমস নিউজ ডেস্কঃ-বান্দরবান,রাঙ্গামাটি সহ পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৫জুন) বান্দরবান পৌর শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বান্দরবান পৌর শাখা ছাত্রলীগ সদস্য সচিব কাজী আশরাফ হোসেন আশুর সঞ্চালনায় এবং বান্দরবান পৌর শাখা ছাত্রলীগের আহবায়ক মোঃইসমাইলের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি এরশাদুর রহমান চৌধুরী।এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আদিত্য নন্দী,সংগঠনিক সম্পাদক তানজিল ভূইয়া তানভির,ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইরাজ আল রিয়াদ,উপ-দপ্তর সম্পাদক দিগন্ত চক্রবর্তী,কেন্দ্রীয় সদস্য উসিং হাই রবিন বাহাদুর,বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ,জেলা ছাত্রলীগ সহ সভাপতি আশিষ কুমার বড়ুয়া,সাধারন সম্পাদক জনি সুশীল,শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশুতোষ কুমার দে সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরবর্তী সময়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার প্রধান অতিথি এরশাদুর রহমান চৌধুরী বলেন,একটা লক্ষ্য করছি দেশে দিন দিন ছাত্রলীগ বৃদ্ধি পাচ্ছে,ভয় হয়।এখন যেদিকে তাকাই শুধু ছাত্রলীগ আর ছাত্রলীগ।এত ছাত্রলীগ কোথা থেকে আসলো?এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন,কে বা কারা কোন উদ্দেশ্য থেকে সংগঠনে প্রবেশ করছে সেটি খেয়াল রাখতে হবে।এইজন্য ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।এসময় তিনি আরো বলেন,দেশের যে কোনও ক্রান্তিকাল এবং দুর্যোগময় মুহুর্তে বাংলাদেশ ছাত্রলীগ দেশের সাধারণ নাগরিকদের পাশে দাঁড়ায়।ঠিক একইভাবে গত কয়দিনের দুর্যোগময় মুহুর্তেও বাংলাদেশ ছাত্রলীগের জেলার নেতাকর্মীরা যে যেভাবে পেরেছে ত্রাণ কার্যক্রম নিয়ে এই পার্বত্যঞ্চলের অসহায় দুর্গতদের পাশে গিয়ে দাঁড়িয়েছে।এর আগে দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৬ জনের একটি টিম বান্দরবানের দুর্গতদের মাঝে ত্রাণবিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ট্যাগ :

আরো সংবাদ

ফেইসবুকে আমরা



আর্কাইভ
September 2024
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
আলোচিত খবর

error: কি ব্যাপার মামা !!